সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জধানীর সায়েন্স ল্যাব এলাকার ঢাকা কলেজের পাশের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই ভবনের দেয়াল ধসে পড়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

আজ রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে বেলা ১১টা ১৩ মিনিটের দিকে বিস্ফোরণের কারণে ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের এইচআর ও অ্যাডমিন বিভাগের সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় তিন জন মারা গেছেন। তারা তিন জনই পুরুষ। তাদের মধ্যে একজন তুষার, যার বয়স ৩০ থেকে ৩৫ বছর। আরেকজন আব্দুল মান্নান, যার বয়স ৪০ থেকে ৪৫ বছর। অন্যজন শফিকুল ইসলাম, যার বয়স অনুমানিক ৩৫ এর মতো।

রেজাউল করিম বলেন, ‘এ ঘটনায় আহত আরও তিনজন আইসিউতে চিকিৎসাধীন। একজনের অপারেশন চলছে। এ ছাড়া আরও চারজন জরুরি বিভাগে চিকিৎসাধীন। কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘মোট ১৩ জন আহত হওয়ার খবর আমরা জেনেছি। এর মধ্যে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঁচ জন ও ঢাকা মেডিকেল আট জন ভর্তি আছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। উনি সম্ভবত পথচারী। মাথায় ইট পড়েছে। নিহতের কোনো খবর এখানে নেই।’

এ বিষয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ‘আমরা শুনেছি, তিনজন মারা গেছেন। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে। তিনতলা ওই ভবনটিতে বেশির ভাগই কাপড়ের দোকান ছিল। এছাড়া আশেপাশে বেশ কয়েকটি আবাসিক ভবন রয়েছে।

ফায়ার সার্ভিসের এরশাদ হোসাইন বলেন, ‘এসি বিস্ফোরণে ভবনটির দেয়াল ধসে পড়েছে। এ ঘটনার পর ওই ভবনে আগুনের সূত্রপাত ঘটে। এতে কয়েকজন আহত হয়। ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।’

এরশাদ হোসাইন আরও বলেন, ‘এসি বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ