শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

রংধনুর কেন্দ্রীয় কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংধনুর কেন্দ্রীয় ১ম কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ ও ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ৩ মার্চ শুক্রবার সকাল ১০টায় রংধনুর কেন্দ্রীয় কার্যালয়ে ১ম কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও ২য় ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

উদীয়মান উপস্থাপক সাইফুল ইসলাম মিয়াজীর সঞ্চালনা ও প্রতিষ্ঠাতা-পরিচালক মাঈনুদ্দীন ওয়াদুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা-পরিচালক, ইসলামী সাংস্কৃতিক সংসদের সভাপতি, সিনিয়র সংগীতশিল্পী হাফেজ মাওলানা এমদাদুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস স্টার আবৃত্তি পরিষদ এর প্রতিষ্ঠাতা-পরিচালক, বিশিষ্ট আবৃত্তিকার-উপস্থাপক আহমাদ আবু জাফর।

আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকতা জনাব নাসির উদ্দীন। রংধনুর সিনিয়র শিল্পী ও কর্মশালার নিয়মিত প্রশিক্ষক ক্বারী বাশার মাহমুদ, রবিউল ইসলাম, ক্বারী মাজহারুল ইসলাম, হাফেজ রমজান আলী, ইমাম হোসেন, রিজভী তালুকদার ও এম এম রহমতুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন উত্তীর্ণ সদস্যদের অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে রংধনুর পক্ষ থেকে প্রধান অতিথি ও প্রধান আলোচককে এরাবিক ক্যালিগ্রাফী সম্বলিত নান্দনিক ওয়ালমেট উপহার দেয়া হয়।
এছাড়াও কর্মশালার কোর্স-কো-অর্ডিনেটর হিসেবে সম্মাননা প্রদান করা হয় রংধনুর কেন্দ্রীয় পরিচালক হাফেজ মাওলানা আবুবকর বিন রাশেদ ও সিনিয়র শিল্পী ক্বারী বাশার মাহমুদ কে।

অনুষ্ঠানে কর্মশালায় উত্তীর্ণদের পরিবেশনা ছিলো প্রশংসনীয়। এছাড়াও আবৃত্তিকার আহমাদ আবু জাফরের চমৎকার আবৃত্তি ও রংধনুর শিল্পীদের পরিবেশনায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
দুপুর ১২ টা ৩০ মিনিটে প্রধান অতিথির দুআর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ