সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে হবে: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদ্যূৎ, চাল,ডাল,তেল,আটা,চিনি, ঔষধসহ ভোগ্যপণ্যের লাগামহীন মূূল্য বৃৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।

তিনি বলেন দফায় দফায় পণ্যের মূল্যে বৃদ্ধির কারণে সীমিত আয়ের মানুষ সীমাহীন কষ্টে দিনাতিপাত করছে। কয়েকদিনের ব্যবধানে মাছ,গোশতসহ তরিতরকারির দাম আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে।

গ্যাস, বিদ্যুৎ ও জালানির দাম বাড়ানোর সাথে সাথে বাসা ভাড়াসহ নিত্যপণ্যের মূূূল্য বৃৃদ্ধি পাওয়ায় জনগণের নাভিশ্বাস শুরু হয়েছে। আসন্ন রমজান মাসকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। পণ্যমূল্য বৃদ্ধি করার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে সরকারকে কঠোর ভাবে বাজার নিয়ন্ত্রণ করতে হবে।

আজ শনিবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক মোফাচ্ছির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল মান্নান, মুফতী আল আমিন, মাওলানা জাফর আহমাদ, মুফতী মাহফুজুর রহমান, মুফতী আবু বকর, মুফতী আব্দুস সালাম, মাওলানা বেলাল হোসাইন, ছাত্রনেতা শাহীনুর আলমসহ মহানগর ও থানা প্রতিনিধিবৃন্দ।

সম্মেলনে নেতৃবৃন্দ কাদিয়ানী সম্প্রদায়ের বার্ষিক জলসাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে একজন নিহত ও সাংবাদিকসহ অর্ধশতাধিক প্রতিবাদী তাওহিদী জনতা আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান এবং জনদাবির প্রতি সম্মান জানিয়ে মহানবী সা. কে শেষ নবী মানান পরিবর্তে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানা কাদিয়ানী তথা আহমদিয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ