শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

রোজায় চিকিৎসা সংক্রান্ত বিধিবিধান বিষয়ক বিশেষ সেমিনার আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। রাজধানী ঢাকার মগবাজারে প্রথমবারের মত রোজায় চিকিৎসা সংক্রান্ত বিধিবিধান বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল (৩ মার্চ) শুক্রবার সকাল ৯.৩০ টায় মগবাজার কনভেনশন হলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বায়োমেডিকেল এথিক্স এর উপর অফলাইন সেমিনার। এবারের সেমিনারের আলোচ্য বিষয় রোজা সংক্রান্ত ইসলামিক বিধিনিষেধ।

আল্লাহ সুবহানাহু তা'আলা পবিত্র কুরআনে রোজাকে ফরজ করেছেন। কিন্তু কিছু কিছু মেডিকেল কন্ডিশনে রোজা ভঙ্গ হয়ে যায় এবং এরূপ পরিস্থিতি দয়াময় আল্লাহ মানুষকে রোজা থেকে বিরতিও দিয়েছেন। একজন ডাক্তার হিসেবে কখন, কোন অবস্থায় একজন রোগী রোজা রাখবেন না এবং কখন, কোন অবস্থায় রোজা ভেঙ্গে যায় সেটা রোগীদেরকে জানাতে হয় এবং তাদের জানানোর পূর্বে আমাদের নিজদেরকে তা জানতে হয়। এ সমস্ত বিষয় নিয়েই আমাদের আলোচন অনুষ্ঠান সাজানো হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে প্রথমেই পবিত্র কুরআন থেকে কিছু অংশ তিলাওয়াত করা হবে। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন হাফেজ এইচ এম মুহতাসিম বিল্লাহ। এছাড়া র‍্যামফিট প্রতিষ্ঠার পেছনে গল্প, র‍্যামফিট এর স্বপ্ন, এর উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখবেন র‍্যামফিটের প্রতিষ্ঠাতা ডা. মো. শরীফুল ইসলাম শিশির।

এরপর আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন ডা. মো. আশরাফুল আলম, চীফ একাডেমিক কোঅর্ডিনেটর, র‍্যামফিট। এরপর বিশেষ বক্তব্য রাখবেন ডা.মুফতি ইসমাইল হোসেন, শরীয়াহ উপদেষ্টা, র‍্যামফিট।

এরপর পরবর্তী আধা ঘন্টা সময় উন্মুক্ত থাকবে আলেম উলামাগণের জন্য যাতে করে উনারা মূল প্রবন্ধের উপরে আলোচনা-পর্যালোচনা করতে পারেন। অনুষ্ঠান শুরু হবে সকাল ৯ টা হতে এবং শেষ হবে দুপুর ১২.৩০ টায়।

উক্ত আলোচনা সভায় চিকিৎসক, মেডিকেল স্টুডেন্ট এবং আলেম ওলামারা উপস্থিত থাকতে পারবেন। আসন্ন রমজানে চিকিৎসক এবং সাধারণ মানুষের মধ্যে রোজা সংক্রান্ত বিধিনিষেধ গুলোর ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করাই উক্ত আলোচনা সভার মূল উদ্দেশ্য।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ