শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

পঞ্চগড়ের ‘সালানা জলসা’ অবিলম্বে বন্ধের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ‘খতমে নবুওয়াত আন্দোলন পরিষদ বাংলাদেশ’।

আজ বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি) নবুওয়াত আন্দোলন পরিষদ বাংলাদেশের আহ্বায়ক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এবং সদস্য সচিব মাওলানা লোকমান মাযহারী সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, আগামী ৩, ৪, ও ৫ মার্চ তিন দিনব্যাপী পঞ্চগড়ের আহমদনগরে অমুসলিম কাদিয়ানীদের ন্যাশনাল সালানা জলসা বাংলাদেশ/২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই প্রেক্ষিতে পঞ্চগড়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিক্ষোভ, সারাদেশে নবীপ্রেমিক তাওহিদি জনতার হৃদয়ে রক্তক্ষরণসহ তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, খতমে নবুওয়তের দুশমন কাদিয়ানী সম্প্রদায় বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা এবং ধর্মীয় সৌহার্দ্য বিনষ্টের লক্ষ্যে সময় সময় এ ধরনের প্রোগ্রাম হাতে নিয়ে থাকে। তারা খোলা ময়দানে ঈমানবিধ্বংসী জলসা করার দুঃসাহস কীভাবে দেখায়? প্রশাসনের নীরবতায় আমরা বিস্মিত। বাংলাদেশ সরকার কাদিয়ানীদের এসব ঈমানবিধ্বংসী অপতৎপরতা বন্ধ করার পরিবর্তে রহস্যজনকভাবে নীরবতা পালন করে যাচ্ছে। আমরা সরকারের এই নীরবতার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আপামর মুসলিম জনরোষ যে-কোনো মুহূর্তে যে-কোনো দিকে মোড় নিতে পারে।

প্রেস বিজ্ঞপ্তিতে সর্বশেষ বলা হয়, আমরা সরকারের কাছে দাবি জানাই— যেন অনতিলম্বে কাদিয়ানীদের এই সালানা জলসা বন্ধ করে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখে এবং নবীজি সা.-এর খতমে নবুওয়তকে অস্বীকারকারী কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায় ঘোষণা করে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ