বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা জুলাই গণহত্যার ১০০তম দিন: টিএসসিতে শহীদ পরিবারের আর্তনাদ দ্বীনিয়াতের প্রধান মাওলানা সালমানের জন্য দোয়া চাইলো পরিবার রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল ন্যায়পরায়ণ-আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না: চরমোনাই পীর সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ চেয়ারম্যান হলেন মাওলানা মাহফজুল হক সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল আসছেন না মাওলানা সাদ; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ কাল বাদ ফজর বসুন্ধরা মারকাজে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে

জেদ্দায় কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের জেদ্দার হজ টার্মিনালে ইসলামিক আর্টস বিয়েনালে প্রদর্শিত হচ্ছে মুসলিম ইতিহাসের নানা নিদর্শন। এই বিয়েনালে অংশ নিয়েছে উজবেকিস্তানও। তাদের গ্যালারিতে প্রদর্শন করা হচ্ছে প্রাচীন আমলের কোরআনের দুটি পৃষ্ঠা। এবারই দর্শনার্থীরা প্রথমবারের মতো এই মূল্যবান জিনিসটি প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন।

জেদ্দার ইসলামী আর্টস বিয়েনালে এবার এক ডজনের মতো প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এরমধ্যে অন্যতম মধ্যপ্রাচ্যের দেশ উজবেকিস্তান। উজবেক দলটি ইসলামী যুগের ১৭টি নৃতাত্ত্বিক এবং টেক্সটাইল প্রদর্শন করছে।

সংগ্রহগুলো উজবেকিস্তানের স্টেট মিউজিয়াম অব আর্টস, উজবেকিস্তানের স্টেট মিউজিয়াম অব হিস্ট্রি, দ্য সমরকন্দ মিউজিয়াম-রিজার্ভ থেকে আনা হয়েছে। এখানে প্রদর্শিত হচ্ছে ইমাম আল বুখারির ‘আল-জামিউস সহিহ’, ১০-১২ শতকের সমরকন্দ ও আফ্রাসিয়াব থেকে সিরামিক জগ, মগ এবং জমকালো পুরুষদের পোশাক, বুটসহ বেশ কিছু অনন্য নিদর্শন, যেগুলো উজবেকিস্তানের চারু ও কারুশিল্পে ইসলামী যুগের প্রতিনিধিত্ব করছে।

তবে তাদের সবচেয়ে দামি নিদর্শন প্রাচীনতম উজবেক কোরআনের দুটি পাঠযোগ্য পৃষ্ঠা। একে বলা হচ্ছে অষ্টম শতাব্দীর কাট্টা ল্যাঙ্গার কোরআন। ইসলামিক বিশ্বের প্রাচীনতম পাণ্ডুলিপিগুলোর অন্যতম এই কোরআন পাণ্ডুলিপির নামকরণ করা হয়েছে একটি উজবেক গ্রামের নামে। প্যারিসের ল্যুভর মিউজিয়ামের বিশেষজ্ঞদের সহযোগিতায় সম্প্রতি এর ১৩টি পৃষ্ঠা পুনরুদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি পৃষ্ঠা জনসাধারণের দেখার জন্য প্রথমবারের মতো উন্মুক্ত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ