শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

মারকাযুদ দিরাসায় ২০০ হাফেজ-আলেমকে সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।। রাজধানীর প্রসিদ্ধ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্তি উপলক্ষে দস্তারবন্দি সম্মেলন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিগত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি থেকে হিফজ, ইফতা ও উলুমুল হাদিস সম্পন্নকারী দেড় শ’ শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

গত শুক্রবার আসরের নামাজের পর থেকে মাদরাসার অদূরে বাইতুস সালাম মসজিদের আঙ্গিনায় মাহফিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং রাত ১২টার দিকে শিক্ষা সমাপনকারী হাফেজ-আলেমদের সম্মাননা স্মারক, পাগড়ি ও ইসলামী বই উপহার তুলে দেয়ার মাধ্যমে তা শেষ হয়। আখেরি মোনাজাত করেন মাহফিলের প্রধান অতিথি ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস। এর আগে তিনি উপস্থিত শ্রোতাদের উদ্দেশে ইসলাহী বয়ান করেন।

এছাড়া মাহফিলের বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবের মক্কা নগরীর সুলতান কাবীর জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ হাসান বিন কাসিম আল মাক্কী, জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার মুহতামিম হাফেজ মাওলানা ফারুক আহমাদ, শায়খুল হাদিস মাওলানা মাহবুবুল হক কাসেমী, দারুল উলুম ঢাকার মুহতামিম মুফতী রেজাউল হক মোহাম্মদ আব্দুল্লাহ, দারুল হাবীব মাদরাসা মিরপুর ঢাকার মুহাদ্দিস মাওলানা মুফতী আব্দুর রব ফরিদী প্রমুখ।

মাহফিলকে উপলক্ষ্য করে মাহফিলের আগে থেকেই সাবেক শিক্ষার্থীরা মাদরাসায় আসতে থাকেন। তাদের সম্মিলনে পুরো মারকায ও এ এলাকায় এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাবেক শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত সাড়ায় মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী দারুণ অভিভূত হয়েছেন। তিনি সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান এবং দুনিয়া ও আখিরাতে তাদের চূড়ান্ত সাফল্যের জন্য দোয়া করেন।

টিএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ