বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ।। ২৮ কার্তিক ১৪৩১ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬


বসুন্ধরার উদ্যোগে ওমরা পালনে যাচ্ছেন আরও ২৪ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওমরা পালনে শনিবার ২৪ জন মুসল্লি চতুর্থ কাফেলায় সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন। নিজস্ব অর্থায়নে নিম্ন আয়ের এসব মুসল্লিদের হজের সুযোগ করে দিচ্ছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা, বাজুস প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে আটটায় সৌদি আরবের উদ্দেশ্যে চতুর্থ কাফেলা রওনা হচ্ছে।

গতকল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে চতুর্থ কাফেলার মুসল্লিদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির অফিসে অনুষ্ঠিত হয় দোয়া-মাহফিল।

ওমরা যাত্রী, এ কার্যক্রমের সঙ্গে জড়িত সবাই, বসুন্ধরা গ্রুপ, সায়েম সোবহান আনভীর ও তার পরিবারসহ দেশ ও দশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ওমরাহর উদ্দেশ্যে যাত্রাকারী মুসল্লিদের হাতে পাঞ্জাবি ও তসবিসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সভাপতি হাজী মো. ইয়াকুব আলী বলেন, মুসল্লি কমিটির উপদেষ্টা সায়েম সোবহান আনভীর শতাধিক সামর্থ্যহীন ব্যক্তিকে ওমরা করানোর ইচ্ছা পোষণ করেছিলেন৷ আল্লাহর রহমতে ৮৬ জন মুসল্লি ইতোমধ্যে ওমরা পালন করে সুস্থভাবে দেশে ফিরেছেন। আজ চতুর্থ ধাপে ২৪ জন মুসল্লি ওমরার উদ্দেশ্যে সৌদি আরব রওনা হচ্ছেন।

প্রসঙ্গত, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা, বাজুস প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের অর্থায়নে ইতোমধ্যে ৮৬ জন মুসল্লি ওমরা পালন করেছেন। গত ৪ ডিসেম্বর ১০৪ জনের মধ্যে প্রথম ২৬ জনকে ওমরাতে পাঠানো হয়। তারা ওমরা শেষ করে সুস্থভাবে দেশে ফিরেছেন। এরপর দ্বিতীয় কাফেলায় ২৬ ডিসেম্বর ৩৩ জন এবং ৫ জানুয়ারি তৃতীয় ধাপে ২৭ জন মুসল্লি সৌদি আরবে ওমরা পালন শেষে দেশে ফিরেছেন।

টিএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ