আওয়ার ইসলাম ডেস্ক: আগামী নির্বাচন পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি নিয়ে রাজপথে থাকতে চায় বিএনপি। দলটির নেতারা বলছেন, যতই বাধা আসুক আন্দোলন থেকে পিছপা হবেন না তারা।
আজ (শনিবার) জেলায় জেলায় পদযাত্রায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। এদিকে, বিভিন্ন জেলায় পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও ১০ দফা আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। পদযাত্রায় অংশ নিতে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন পূর্বনির্ধারিত স্থানগুলোতে। কর্মসূচিতে দলটির নেতাকর্মীদের সাথে অংশ নেন কেন্দ্রীয় নেতারা।
এসময় তারা বলেন, উন্নয়নের নামে দেশে লুটপাট করছে ক্ষমতাসীনরা। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠছে। ফরিদপুরে পদযাত্রায় অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, আন্দোলনের মাধ্যমেই সরকারকে হটানো হবে।
ঝালকাঠিতে পদযাত্রায় অংশ নিয়ে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, সাধারণ মানুষই বিএনপির কর্মসূচি সফল করছে। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেয়ার দাবি জানান তারা।
বরগুনায় পদযাত্রায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন। এসময় আওয়ামী লীগ সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে জানান তিনি।
জামালপুরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। এসময় দলটির কেন্দ্রীয় নেতা আবদুল আওয়াল মিন্টু বলেন, সরকারের পদত্যাগ ছাড়া আর কোন বিকল্প নেই।
গাজীপুরে পদযাত্রা করতে চাইলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় পুলিশকে নিরেপক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান।
এদিকে, নাটোরে বিএনপির পদযাত্রার আগে দলটির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়। পরে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি নেতা-কর্মীরা।
-এটি