আওয়ার ইসলাম ডেস্ক: চলতি মাসের শুরুর দিকে তুরস্কের দক্ষিণ অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প (৭ দশমিক ৮ মাাত্রার) আঘাত হানে। সেই ভূমিকম্পের উদ্ধার তৎপরতা এখনও চলছে। এখন পর্যন্ত ৪০ হাজার ৬৪২ জন মানুষের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্কের এই অঞ্চলে গত ১৩ দিনে প্রায় সাড়ে ৬ হাজার শিশুর জন্ম হয়েছে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানিয়েছেন।
তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন শনিবার বলেন, ভূমিকম্পের প্রথম দিন থেকে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৪৪৭ জন নবজাতক জন্ম নিয়েছে। প্রতিটি শিশুর জন্ম ‘আশা’ উল্লেখ করে তিনি এসব শিশুদের সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করেন। কোনো ধরনের বাধাবিঘ্ন ছাড়াই এসব শিশু এবং তাদের মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
সূত্র: আল জাজিরা
টিএ/