মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

আখেরী যামানার মানুষ গান-বাজনায় আসক্ত হয়ে পড়বে: আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি: কিয়ামতের আগে পাপী লোক সমাজের সর্দার হবে। নিকৃষ্ট প্রকৃতির লোক সমাজের প্রাধান ও কার্যভারপ্রাপ্ত হবে।জালিমকে তার জুলুমের ভয়ে মানুষ সম্মান করবে। গায়িকা ও বাদ্যযন্ত্র প্রচুর পরিমাণে বিস্তার লাভ করবে। আখেরী যামানার লোকেরা গান-বাজনা হালাল মনে করে ব্যাপকভাবে তাতে আসক্ত হয়ে পড়বে। মদপান বেড়ে যাবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে চট্টগ্রাম ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়ার সামাজিক ও দ্বীনি সংগঠন "হেদায়াতুল ইসলাম সংস্থা" র ১৯ তম বার্ষিক ইসলামী সম্মেলনে এসব কথা বলেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

দক্ষিণ রাঙ্গামাটিয়া তালিমুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা ইলিয়াছ এর সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মদ আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামিয়া আহলিয়া দারুল উলুম মাঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া।

সম্মেলনে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে বয়ান করেন জামিয়া আজিজুল উলুম বাবুনগর এর শায়খুল হাদিস ও প্রধান মুফতি আল্লমা মুফতি মাহমুদ হাসান,মুফতি শামছোদ্দোহা আশরাফি (ঢাকা), আলোচিত তরুণ আলেম লেখক মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা আনিসুর রহমান, মাওলানা নুরুল আমিন, মাওলানা মুজিরুল ইসলাম প্রমুখ।

এরপরে রাত সাড়ে ১১ টায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ