শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা

রমজানের বাকি ৩৭ দিন: উত্তাপ বাড়ছে খেজুরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো: সোহেল রানা- হিজরি বর্ষপঞ্জি অনুসারে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ২২ রজব। সেই হিসাব অনুসারে রমজান মাস শুরু হতে আর মাত্র ৩৭ দিন বাকি রয়েছে। তবে এর আগেই বাড়তে শুরু করেছে বাজারে খেজুরের দাম।

বছরের অন্য মাসের চেয়ে রমজানে আসলেই চিনি, খেজুর, ছোলা, বেসনসহ রমজানে প্রয়োজনীয় সকল পণ্যের দামও বেড়ে যায়। এছাড়া বছরের ১১ মাসে যে পরিমাণ চাহিদা থাকে খেজুরের তার চেয়ে রমজানেই বাড়তি চাহিদা।

রমজানে খেজুর ছাড়া ইফতার খোলা যায়, সে কথা ভাবাই যায় না। রোজাদারদের ইফতারের পাতে কম-বেশি খেজুর চাই। হোক তা যতই দাম। কিন্তু গুণগত মানের দিক থেকে কিছুটা কম-বেশি হতে পারে। এরপরও খেজুর থাকবেই।

রমজানকে সামনে রেখে বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন ধরনের খেজুর। তবে   আমদানি সংকটে এবার রমজানের অনেক আগে থেকেই খেজুরের বাজারে উত্তাপ। একই সাথে রমজান মাসে খেজুরের চাহিদা অনুসারে আরও দাম বাড়তে পারে। এতে সরবরাহ নিয়েও দুশ্চিন্তায় ব্যবসায়ীরা।

খেজুরের আমদানি ব্যয় বেশি হওয়ার কারণে এ বছর পণ্যটি কাঙ্ক্ষিত পরিমাণে আমদানি হয়নি বলে জানিয়েছে ব্যবসায়ীরা। একই সাথে তারা বলেছে, রমজানের জন্য খেজুরের এলসি খোলার সময়ও প্রায় শেষ পর্যায়ে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) হিসাবে, দেশে সারা বছর খেজুরের চাহিদা এক লাখ টন। রমজানে ৫০ হাজার টন। তবে এ বছর আমদানি বেশি কমেছে। বিগত তিন মাসে (নভেম্বর-জানুয়ারি) খেজুর আমদানি হয়েছে ২২ হাজার ৭শ টন। গত বছর একই সময়ে আমদানি ছিল ৪০ হাজার ৮শ টনের বেশি। অর্থাৎ, এক বছর আগের একই সময়ের চেয়ে এ বছর আমদানি প্রায় ৪৫ শতাংশ কমেছে।

ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, বাংলাদেশে খেজুরের সবচেয়ে বড় চালান আসে ইরাক থেকে। এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, তিউনিশিয়া, আলজেরিয়া, জর্ডান ও মিশর থেকেও বাংলাদেশে খেজুর আসে। তবে এ দেশে সবচেয়ে বেশি  ইরাকের জাহেদি খেজুর বিক্রি হয়। যা বাংলা খেজুর নামে গ্রামগঞ্জে কেজি দরে বিক্রি করা থাকে।

আমদামি কমের কারণে অনেক আগে থেকেই বাড়তি খেজুরের দাম। বর্তমানে পাইকারি বাজারে সাধারণ মানের খেজুরে কেজিপ্রতি বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। ইরাকের ‘জাহেদি’ খেজুর বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকা কেজিতে। এছাড়া ভালো মানের খেজুরের দাম বেড়েছে মানভেদে কেজিপ্রতি তিনশ টাকা পর্যন্ত।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ