শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


ভারত যতটা নরেন্দ্র মোদী ও মোহন ভাগবতের, ততটাই মাহমুদের: মাওলানা মাহমুদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান মাওলানা মাহমুদ মাদানি বলেছেন, ভারত যতটা নরেন্দ্র মোদী ও মোহন ভাগবতের, ততটাই মাহমুদের।

গত শুক্রবার দিল্লির রামলীলা ময়দান জমিয়তের এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এই ভূমি মুসলমানদের মাতৃভূমি। ইসলামকে বাইরে থেকে আসা ধর্ম বলা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। সকল ধর্মের মধ্যে ইসলাম সবচেয়ে প্রাচীন ধর্ম। ভারতীয় মুসলমানদের জন্য ভারত সবচেয়ে শ্রেষ্ঠ দেশ। কিন্তু এখানে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ও উসকানির ঘটনা ক্রমাগত বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইসলামোফোবিয়া ব্যাপকভাবে বেড়ে গেছে।

মাওলানা মাহমুদ মাদানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ‘আরএসএস’ প্রধান মোহন ভাগবতের কথা উল্লেখ করে বলেন, ‘ভারত আমাদের দেশ। এই দেশ যতটা নরেন্দ্র মোদী ও মোহন ভাগবতের, ততটাই মাহমুদের। মাহমুদ তাদের থেকে এক ইঞ্চিও এগিয়ে না, তারাও মাহমুদের থেকে এক ইঞ্চিও এগিয়ে নয়।

মাওলানা মাহমুদ মাদানি বলেন, ‘আমরা আরএসএস এবং এর প্রধান সংঘচালককে আমন্ত্রণ জানাই, আসুন পারস্পরিক ভেদাভেদ ও শত্রুতা ভুলে একে অপরকে আলিঙ্গন করি এবং দেশকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলি।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ