শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

বাড়ছে শীতের তীব্রতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে আবারও বাড়ছে শীতের তীব্রতা। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২৯টি জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত তীব্র শীত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পাবনায় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের বেশির ভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।

অন্যদিকে খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বেশির ভাগ জেলায় তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা পড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য হ্রাসের কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীত অনুভূত হতে পারে।

ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের সব জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এসব বিভাগের সব জেলায় বোরো ধানের জন্য বিশেষ আবহাওয়া ও সতর্কতা জারি করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। সংস্থাটির বিশেষ কৃষি আবহাওয়া বুলেটিনে বলা হয়, হিমালয়ের পাদদেশ কুয়াশায় আচ্ছন্ন।

এই কুয়াশা উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে এবং শুক্রবার পর্যন্ত থাকতে পারে। কুয়াশা চলে গেলে বাংলাদেশের ওপর দিয়ে ঠাণ্ডা বাতাস প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ঘন কুয়াশায় ক্ষতি কমাতে বীজতলা পরিচর্যার বিশেষ পদ্ধতি অবলম্বন করতে বলেছেন বিজ্ঞানীরা। এ সময় স্বচ্ছ পলিথিন দিয়ে বীজতলা সারা দিন ও রাত ঢেকে রাখতে হবে। এমনভাবে রাখতে হবে যেন পাতা কোনোভাবেই পলিথিনকে স্পর্শ না করে। এ ছাড়া বীজতলায় তিন থেকে পাঁচ সেন্টিমিটার পানি রাখতে হবে। বীজতলার পানি প্রতিদিন সকালে বের করে দিয়ে নতুন পানি দিতে হবে। বিশেষ ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করা যেতে পারে।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ