শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

তুরস্কে আল মারকাজুল ইসলামীর দুই হাজার বডি ব্যাগ প্রেরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাকিব: সাম্প্রতিক তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে শহীদদের জন্য বডি ব্যাগ প্রেরণ করেছে আল মারকাজুল ইসলামী (এএমআই)।

জানা গেছে, ভয়াবহ এই ভূমিকম্পে আল মারকাজুল ইসলামী ২,০০০ বডি ব্যাগ পাঠিয়েছে গতকাল রাত ১০টার ফ্লাইটে।

রাত ১১টায় আল মারকাজুল ইসলামী জানায়, ‘রাত ১০টার ফ্লাইটে আমাদের ত্রাণ নিয়ে তুরস্কের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছে কার্গো বিমান। আমরা এ পর্যন্ত ২০০০ বডি ব্যাগ পাঠিয়েছি। অফিসে এএমআই সেচ্ছাসেবকরা আরও পেকেট প্রস্তুত করছেন। তাছাড়াও পরবর্তী প্রজেক্ট হিসেবে কম্বল পাঠানোর কথা চললেও স্থানীয় Tika তুর্কির সরকারী সংস্থার ডিপুটি কর্ডিনটার জানান, আমাদের দেশের জন্য বডি ব্যাগ পাঠান। এটাই সবচেয়ে উপকারী। তাই আমাদের আগামী প্রজেক্টও আরো ৩০০০ বডি ব্যাগ থাকবে ইনশাআল্লাহ।’

এর আগে আল মারকাজুল ইসলামীর চেয়ারম্যান হাফেজ মাওলানা হামযা ইসলাম তার ফেসবুক একাউন্টের এক স্ট্যাটাসে লিখেন, ‘পিতা রহ. জীবিত থাকলে অবশ্যই বলতেন, আব্বু তুর্কীর জন্যে কিছু করা যায়না?’

জানা গেছে, এরপর তিনি অফিস সদস্যদের নিয়ে মিটিং করে দুইদিনের মধ্যে ব্যাগ ক্রয় থেকে শুরু করে পেকেট করা, এম্বাসিতে পণ্য বুঝিয়ে দেওয়া ও সর্বশেষ প্রেরণসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন।

বিমানবন্দর ৮নং গেইটে কার্গো বিমান কর্তৃপক্ষ মালামাল বুঝে নিলে এএমআই -এর চেয়ারম্যান সেচ্ছাসেবকদের নিয়ে দ্রুত অফিসে আসেন এবং আরও ১,০০০ ব্যাগ পেকেট করেন।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ