প্রশ্ন: কবরের নিকট কুরআন মজীদ তেলাওয়াত করা জায়েজ আছে কি? তিলাওয়াত শেষে মৃতের জন্য হাত তুলে দুআ করা জায়েজ হবে কি না? দুআর সময় কোন দিকে ফিরে দুআ করা উত্তম?
উত্তর: কবরের নিকট কুরআন মজীদ তেলাওয়াত করা জায়েজ। সাহাবা-তাবেয়ীন থেকে করব জিয়ারতের সময় বিভিন্ন সূরা পড়া প্রমাণিত আছে। তিলাওয়াত শেষে কিবলামুখী হয়ে কবরকে পিছনে রেখে দু’হাত তুলে মৃতের জন্য দুআ করাও জায়েজ।
আরও মাসআলা জানতে ক্লিক করুন
তথ্যসূত্র: সুনানে আবু দাউদ ২/৮৯; ইলাউস সুনান ৮/৩২৯; ইতহাফু সাদাতিল মুত্তাকীন ১০/৩৭৩; আলবাহরুর রায়েক ২/১৯৫; মাজমাউল আনহুর ১/২৮৬; আদ্দুররুল মুখতার ২/২৪২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৬ (দুআয় হাত তোলা) : সহীহ মুসলিম ১/৩১৩; ফাতহুল বারী ১১/১৪৮ (দুআয় কিবলামুখী হওয়া) : সহীহ বুখারী ২/৯৩৯; ফাতহুল বারী ১১/১৪৮; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫০
ফতোয়া প্রদানে- ইফতা বিভাগ, মারকাযুদ দাওয়া আল ইসলামিয়া , ঢাকা।
আরএম/