বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা জুলাই গণহত্যার ১০০তম দিন: টিএসসিতে শহীদ পরিবারের আর্তনাদ দ্বীনিয়াতের প্রধান মাওলানা সালমানের জন্য দোয়া চাইলো পরিবার রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল ন্যায়পরায়ণ-আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না: চরমোনাই পীর সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ চেয়ারম্যান হলেন মাওলানা মাহফজুল হক সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল আসছেন না মাওলানা সাদ; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ কাল বাদ ফজর বসুন্ধরা মারকাজে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে

ঢাকার ইসলামবাগ মাদরাসার খতমে বুখারি অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামিয়া ইসলামিয়া ইসলামবাগের খতমে কুরআন ও খতমে বুখারী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) এশার নামাজের পর এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-০৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। বুখারী শরীফের শেষ দরস ও দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া ইসলামবাগের প্রিন্সিপাল ও শাইখুল হাদীস, জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী।

তিনি তার আলোচনায় বলেন, তুরস্ক ও সিরিয়ায় যেমনভাবে ভূমিকম্প হয়েছে তেমনভাবে বাংলাদেশেও ভূমিকম্প হতে পারত। আমরাও এমন বিপদের শিকার হতে পারতাম। মহান আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন এজন্য শুকর আদায় করছি।

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প কিয়ামতের প্রকম্পনকে স্মরণ করিয়ে দেয় মর্মে অভিমত ব্যক্ত করেন জমিয়ত মহাসচিব।

বুখারী শরীফের দরস শেষে দেশ, জাতি, তুরস্ক ও সিরিয়াসহ সমগ্র বিশ্বের কল্যাণে প্রার্থনা করা হয়। জামিয়ার শুরা প্রধান ও সিনিয়র মুহাদ্দিস আব্দুল কাইয়ুম ইসলামবাগী অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় জামিয়ার মুহাদ্দিস, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ