সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

ধ্বংসস্তূপে জন্মানো শিশুটির মা-বাবা ভাই-বোন বেঁচে নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভূমিকম্পে ধ্বংস হওয়া উত্তর-পশ্চিম সিরিয়ার একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে এক নবজাতক মেয়েকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে উদ্ধার করা হয়। বর্তমানে দেশটির আফরিনের কাছের একটি হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে। হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, শিশুটি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে।

শিশুটির এক আত্মীয় জানান, তার মা দুর্যোগের পরপরই প্রসবের শিকার হয়েছেন এবং সন্তান জন্মের পরই মারা যান তিনি।ভূমিকম্পে তার বাবা, চার ভাইবোন এবং এক খালাও নিহত হন।

শিশুটির জন্মের একটি ফুটেজে এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে।

দেখা গেছে, জিন্দারিসের ধ্বংসাবশেষ থেকে টেনে আনার পর একজন ব্যক্তি শিশুটিকে কোলে করে নিয়ে যাচ্ছেন। ঘটনাটি ঘটেছে সিরিয়ার আলেপ্পো শহরে।

শিশুটির চাচা খলিল আল-সুওয়াদি মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা খনন করার সময় একটি আওয়াজ শুনতে পাই। আমরা তখন ধুলো পরিষ্কার করি এবং নাভির সাথে নাড়ি জড়ানো অবস্থায় শিশুটিকে পেয়েছি, পরে আমরা নাড়ি কেটে ফেলি এবং আমার চাচাতো ভাই তাকে হাসপাতালে নিয়ে যায়।

শিশুরোগ বিশেষজ্ঞ হানি মারুফ বলেন, শিশুটির সমস্ত শরীরে বেশ কিছু ক্ষত নিয়ে খারাপ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তার শরীরকে গরম করি এবং ক্যালসিয়াম দেই।

আরও জানা যায়, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এরদোয়ান টুইটারে বলেন, আমাদের সরকারি ও বিদেশি সব দপ্তরে ১২ ফেব্রুয়ারি সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখা হবে। সূত্র : বিবিসি

টিএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ