আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র মক্কা থেকে ১৮ দিনের ইসলাহি সফরে বাংলাদেশে এসেছেন শায়েখ আব্দুল হাফিজ মক্কী রহ. এর সাহেবজাদা ও খলীফা মাওলানা ওমর বিন আব্দুল হাফিজ মক্কী। তার সঙ্গে সফরে আরো আছেন শায়েখ হাফেজ আব্দুল্লাহ মালিক আব্দুল হক ও শায়েখ আহমাদ বিন আব্দুল ওয়াহিদ মাদানী।
জানা যায়, তিনি শনিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসেন। আজ ৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ সফর করেন এবং একটি ইসলাহি মাহফিলে যোগ দেন। আগামীকাল (৬ ফেব্রুয়ারি) তিনি গোপালগঞ্জ উলামা পরিষদ-এর উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন অংশ নেবেন। এরপর সেখান থেকে এসে ঢাকার সানারপাড়ের একটি প্রোগ্রামে যোগ দেবেন।
এরপর ৭ফেব্রুয়ারি চাঁদপুর, ৮ফেব্রুয়ারি কুমিল্লার মুরাদনগর, ৯ ফেব্রুয়ারি কুমিল্লা দেবিদ্ধার ও গাজীপুর, ১০ ফেব্রুয়ারি ঢাকার বাবুস সালাম, ১১ ফেব্রুয়ারি পঞ্চগড়ের ইসলামী সম্মেলনে অংশ নেবেন।
এরপর ১২ ফেব্রুয়ারি ঠাঁকুরগাও ও দিনাজপুর, ১৩ ফেব্রুয়ারি নিউটাউন দিনাজপুর ও নিলফামারী, ১৪ ফেব্রুয়ারি রংপুর জুম্মাপাড়া, ১৫ ফেব্রুয়ারি মানিকগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুর, ১৭ ফেব্রুয়ারি কেরাণীগঞ্জ ও বনশ্রী খতমে নবুওয়াত মারকাজ, ১৮ ফেব্রুয়ারি ফরিদপুর, ১৯ ফেব্রুয়ারি নড়াইল, ২০ ফেব্রুয়ারি বরগুনা, ২১ ফেব্রুয়ারি বাগেরহাটে তিনি প্রোগ্রাম করবেন।
২২ ফেব্রুয়ারি তিনি ১৮ দিনের বাংলাদেশ সফর শেষে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওয়ানা করবেন।
কেএল/