শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

কুকুরের কামড়ে মারা গেছে ৭০ ছাগল, আতঙ্কে গ্রামবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুুকুরের আক্রমণের শিকার হচ্ছে মানুষ, গরু, ছাগল। ইতোমধ্যে কুকুরের কামড়ে মারা গেছে অন্তত ৭০টি ছাগল। এতে আতঙ্কে রয়েছে পথচারী, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা।

জানা যায়, গত দুই মাস ধরে ৫-৬টি কুকুর পুরো গ্রাম দাপিয়ে বেড়াচ্ছে। ইতোমধ্যে হামলার শিকার হয়েছেন ওই গ্রামের সামসুল হক ও রফিকুল ইসলাম। কামড় দিয়েছে কয়েকটি গরুকেও।

ধামলই গ্রামের একজন বলেন, ‘কুকুরের কামড়ে আমার তিনটি ছাগল মারা গেছে। এছাড়া গ্রামের আ. রশিদের পাঁচটি, কিরণের দুইটি, সূর্যত আলীর তিনটি, নজরুল ইসলামের দুইটি, বেলায়েতের দুইটিসহ প্রায় ৭০টি ছাগল মারা গেছে।’

তিনি আরও বলেন, ‘কুকুরের হামলা থেকে প্রতিকারের পেতে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। তারপরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। গ্রামে ক্রমেই কুকুরের উৎপাত বাড়ছে।’

কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান অ্যাডভোকেট আজিজুল হক বলেন, ‘ওই গ্রামের কুকুরের উৎপাতের বিষয়টি শুনেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়েজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান পলাশ বলেন, ‘মহামান্য হাইকোর্টের আদেশে কুকুর মারা বন্ধ রয়েছে। বেওয়ারিশ কুকুরকে স্বাস্থ্য বিভাগ ভ্যাকসিন দিয়ে থাকে। ওই গ্রামের কুকুরগুলোকে ভ্যাকসিনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।’

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ