বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চট্টগ্রামে ২ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন শুরু হচ্ছে আজ শনিবার মতিঝিলের জামিয়া দ্বীনিয়া শামসুল উলুমে বয়ান করবেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা জুলাই গণহত্যার ১০০তম দিন: টিএসসিতে শহীদ পরিবারের আর্তনাদ দ্বীনিয়াতের প্রধান মাওলানা সালমানের জন্য দোয়া চাইলো পরিবার রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল ন্যায়পরায়ণ-আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না: চরমোনাই পীর সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ চেয়ারম্যান হলেন মাওলানা মাহফজুল হক সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল আসছেন না মাওলানা সাদ; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ

সুইডিশ রাষ্ট্রদূতের কাছে কুরআনের অনুবাদ পেশ করলো মালয়েশিয়ার মুসলমানরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুয়ালালামপুরে সুইডিশ দূতাবাসের সামনে মালয়েশিয়ার শত শত জনগণ এবং সেদেশের বেসরকারি সংস্থার প্রতিনিধিদের একটি দল একত্রিত হয়ে সুইডিশ রাষ্ট্রদূতকে পবিত্র কুরআনের অনুবাদের একটি কপি পেশ করেছে।

দ্যা মালায় নিউজ জানায়, মালয়েশিয়ার ৩০ টিরও বেশি বেসরকারি সংস্থা (এনজিও) ২৭ জানুয়ারি কুয়ালালামপুরে সুইডিশ দূতাবাসের সামনে একটি প্রতিবাদ নোট দিতে জড়ো হয়েছে।

ডেনিশ ডানপন্থী রাজনীতিবিদ রাসমাস পালুদানের ঘৃণ্য কর্মের প্রতিক্রিয়ায় কয়েকশ বিক্ষোভকারী সুইডিশ দূতাবাসের প্রবেশপথের সামনে জড়ো হয়। সম্প্রতি পালুদান সুইডেনের স্টকহোমে পবিত্র কুরআনের একটি কপি প্রকাশ্যে পুড়িয়ে এই ঐশি গ্রন্থের অবমাননা করেছে।

মালয়েশিয়ার ইসলামিক অর্গানাইজেশনের পরামর্শদাতা কাউন্সিলের (এমএপিআইএম) প্রধান মোহাম্মদ আজমি আবদুল হামিদ, সুইডিশ সরকারের পদক্ষেপের নিন্দা করেছেন। তিনি দাবি করেন যে, সেদেশের সরকার মত প্রকাশের স্বাধীনতার অধিকারের ভিত্তিতে পালুদানের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি।

তিনি বলেছেন, মত প্রকাশের স্বাধীনতার নামে এটি একটি বিপজ্জনক কাজ। এদিকে মোহাম্মদ আজমি আব্দুল হাকিম জানান, দূতাবাসের প্রতিনিধির কাছে ইংরেজি অনুবাদসহ কুরআনের এক খণ্ড পাণ্ডুলিপি উপস্থাপন করা হয়েছে যাতে তিনি এই পাণ্ডুলিপিটি মালয়েশিয়ায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত জোয়াকিম বার্গস্ট্রমের কাছে পৌছে দেয়।

আবদুল হামিদ বলেছেন, আমি রাষ্ট্রদূতের প্রতিনিধিকে বলেছি, ইসলাম শান্তির ধর্ম। ধর্মকে অসম্মান করা ইসলামে নিষিদ্ধ এবং আমরা সহিংস প্রতিক্রিয়ার পক্ষে নই।

তিনি স্পষ্ট করে বলেছেন, একটি বৈঠকে আমি রাষ্ট্রদূতের প্রতিনিধিকে বলেছিলাম যে পবিত্র কুরআন পোড়ানো সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য আচরণ এবং এর পরিণতি সমগ্র বিশ্বকে অন্তর্ভুক্ত করে। কমপক্ষে তিন দিন সময় দেওয়া হয়েছে এবং এসময়ের মধ্যে তারা যদি সুইডিশ জনগণের পক্ষে প্রকাশ্যে ক্ষমা না চায় তবে আমরা সেদেশের পণ্য বয়কট করব। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ