শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

সরকারের পালানোর কোনো পথ নাই : ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ নাকি পালায় না- রাজশাহীর জনসভায় দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১/১১ তে গ্রেপ্তার হওয়ার পর কারা, কারা পালিয়েছিলো তা সবাই জানে।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীতে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন বিএনপির মহাসচিব। গণতন্ত্র পুনঃরুদ্ধারের ১০ দফা দাবি শীর্ষক পদযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

মির্জা ফখরুল বলেন, গতকাল রাজশাহীতে প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ নাকি পালায় না। ১/১১ সরকারের সময় গ্রেপ্তার হওয়ার পর কারা-কারা দেশে ছেড়ে পালিয়েছে তা সবাই জানে। তখন দেশে ছিলেন একজন, তিনি হলেন দেশনেত্রী খালেদা জিয়া। তিনি পরিষ্কার করে বলেছিলেন-বিদেশে আমার কোনো জায়গা নেই। এই দেশে আমার, এই মাটি আমার। আমার জন্ম এখানে, মরলেও এখানে মরবো। এজন্য আমরা এই কথাটা বলছি, এখনও সময় আছে, আপনারা যে ১৪-১৫ বছর ধরে দেশের মানুষের ওপর অত্যাচার করেছেন, সেই অত্যাচারে এখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আপনারা পালানোর আর কোনো রাস্তা খুঁজে পাবেন না।

আজকে আমাদের পদযাত্রা, গণতন্ত্রের জয়যাত্রা মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, আমাদের এই পদযাত্রা মানুষের অধিকার আদায়ের পদযাত্রা। খালেদা জিয়াকে মুক্ত করার জয়যাত্রা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখন প্রহর গুনছে, তাদের পায়ের নিচের মাটি সরে গেছে। প্রতিদিন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকে চালের দাম কোথায় গেছে? ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে বলেছিল তারা, এখন কত টাকায় চাল খাচ্ছেন আপনারা? ডালের দাম কত? লবণের দাম কত? বহুগুণ বেড়ে গেছে তাই না? এই পুরান ঢাকায় গ্যাস নেই। শুধু পুরান ঢাকা নয়, গোটা বাংলাদেশে এখন গ্যাস নেই। ওরা গ্যাসও খেয়ে ফেলেছে। আবার গ্যাসের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে। প্রত্যেকটি পণ্যের মূল্য বাড়িয়ে নিয়েছে। জনগণের পকেট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। আর সেই টাকা তারা বিদেশে পাচার করছে।

সরকারকে উদ্দেশ করে ফখরুল বলেন, আমাদের যে ১০ দফা দাবি তা মেনে নিয়ে পদত্যাগ করুন। সংসদ বাতিল করুন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার চালু করে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করুন। যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে, মানুষ ভোট দিতে পারবে।

পদযাত্রায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, আপনারা কি গত দুটি নির্বাচনে ভোট দিতে পেরেছেন? তখন নেতাকর্মীরা উচ্চস্বরে বলেন, না। মির্জা ফখরুল বলেন, ভোট কেউ দেয় নাই।

বক্তব্য শেষে যাত্রাবাড়ী থেকে বিএনপির নেতাকর্মীরা জুরাইন রেলগেটের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। এসময় পদযাত্রার সামনের সারিতে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরতক উল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রকিফুল আলম মঞ্জু প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ