শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

মেরাজনগর মাদরাসার ইসলাহী মাজলিসে আসছেন দেশের বিজ্ঞ উলামায়ে কেরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

~ফায়সাল আহমাদ।:।। রাজধানী ঢাকার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মেরজনগর মাদরাসা। মাদরাসাটি প্রতি বছরই মনোমুগ্ধকর এমন একটি আয়োজন উপহার দিয়ে থাকে‌।

জানা যায় কয়েকটি অধিবেশনের মধ্য দিয়েই শেষ হবে তাদের এই আয়োজন। যাতে থাকবে, মাদরাসার ইখতিতামী জলসা, সাধারন জনগনের জন্য ইসলাহী মাজলিস, দাওরায়ে হাদিসের তালিবে ইলমদের খতমে বুখারী ও উক্ত মাদরাসার মুহতামিম মাওলানা রশীদ আহমাদ দা.বা. এর পরিচালনায় যাত্রাবাড়ীর চারথানা বিশিষ্ট একটি আঞ্চলিক শিক্ষা বোর্ড ‘তানজীম’ এর পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ। এতে প্রায় আড়াই লক্ষ টাকার পুরস্কার (কিতাব) বিতরণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, দেশের খ্যাতনামা ওলামায়ে কেরামদের মধ্য থেকে, পীরে কামেল মাওলানা নুরুল হক, মুহতামিম ও শা‌ইখুল হাদীস, বট্টগ্রাম মাদ্রাসা, কুমিল্লা। পীরে কামেল মাওলানা আবদুল হামিদ, পীর সাহেব মধুপুর। মুফতী শফিকুল ইসলাম, মুহতামিম, জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ড, ঢাকা। মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মহাপরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

মাওলানা মাহফুজুল হক মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। মাওলানা ফজলুল্লাহ নোমান । মুহতামিম ও শা‌ইখুল হাদীস, বরুড়া মাদরাসা, কুমিল্লা। মাওলানা শরীফ মুহাম্মদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কলামিস্ট। মুফতি মানসুরুল হক। প্রধান মুফতী ও শা‌ইখুল হাদিস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া। মাওলানা জিকরুল্লাহ খান অন্যতম মুহাদ্দিস, ফরিদাবাদ মাদরাসা ঢাকা। মাওলানা আবদুর রাজ্জাক শা‌ইখুল হাদীস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর।

ছাড়াও স্থানীয় আরো বহু ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। আমরা অনুষ্ঠানটির সফলতা কামনা করছি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ