শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

জনগণ চাইলে নির্বাচনে জয়ী হব, না হলে বিদায় নেব: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনগণ চাইলে আমরা জয়ী হব, না হলে ২০০১ সালের মতো বিদায় নেব বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে ঢাকা উত্তর আওয়ামী লীগের সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বচন প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

বক্তব্যে বিএনপির সমালোচনা করে কাদের বলেন, বিএনপি একতরফা মিথ্যাচার করবে, আওয়ামী লীগ কী চুপচাপ বসে থাকবে? আমাদের অবশ্যই জবাব দিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, জিতলেও মানুষের পাশে আছি, হারলেও আছি। আওয়ামী লীগ জোর করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতায় থাকার দল নয়। এই দলের শেকর বাংলাদেশের মাটির অনেক গভীরে। তাই আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার দিবাস্বপ্ন দেখে লাভ নাই।

গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আজ রাজধানীতে বিএনপির নিঃশব্দ পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে কাদের বলেন, এটা পদযাত্রা নয়, পেছন যাত্রা, এটা মরণ যাত্রা। বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে। এভাবেই তারা পরাজিত হবে। আন্দোলনে পরাজিত হবে, আগামী নির্বাচনেও তাদের পরাজয় হবে, রাজনৈতিক পরাজয় হবে। আগামী নির্বাচনেও তাদের রাজনৈতিক মরণ হবে।

এসময় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ডাক দিলেই চলে আসবেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই করছি, রাজপথে আছি, থাকবো। রাজপথ আমরা ছাড়ব না আগামী নির্বাচন পর্যন্ত।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ