শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ইসলামী শ্রমিক আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ সোমবার (২৩ জানুয়ারি) দলটির পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ৪৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন ও শপথগ্রহণ অনুষ্ঠান হয়।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল মাওলানা খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাহব্বুুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেন-ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিকদের কল্যানে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে এই কাজ আরও বেগবান করতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষায় সবার সর্বদা সোচ্চার থাকতে হবে। ইসলাম শ্রমিকদের সর্বোচ্চ অধিকার প্রদান করেছে উল্যেখ করে তিনি আরও বলেন, রাসুলুল্লাহ সা. সর্বদাই শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করেছেন। আমাদের রাসুলের আদর্শ অনুসরণ করেই শ্রমিকের অধিকার রক্ষা করতে ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মাহবুবুর রহমান বলেন, শ্রমিকদের একটি বড় অংশ গার্মেন্টস শ্রমিক সেখানে বড় একটি অংশ নারী। নারীদের অধিকার রক্ষায় ইসলামী শ্রমিক আন্দোলনকে কাজ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের রাষ্ট্রক্ষমতায় গেলে নারীদের কর্মবান্ধব পরিবেশ তৈরি করা হবে। শ্রমজীবি নারীদের সকল অধিকার রক্ষা করা হবে। তিনি নতুন দায়িত্বশীলদের লক্ষ করে বলেন, শ্রমিকদের বন্ধু হিসেবে গ্রহণ করে কাজ করতে হবে। তাদের সহযোগিতা করার মত মানসিকতা থাকতে হবে সব সময়।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের প্রধান কাজ হলো শ্রম বিভাজন দূর করা। শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করা। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো দেশের প্রতিটি শ্রমিকের কাছে আমাদের দাওয়াত এবং ইসলামে শ্রমিকদের যে অধিকার দিয়েছে তা জানিয়ে দেওয়ার। সাথে সাথে নবগঠিত কমিটির সকলে মিলে শ্রমিকদের কল্যানে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি।

তিনি তার বক্তব্যে আরও বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার জন্য প্রথমে তাদেরকে স্বাবলম্বী হওয়া এবং শ্রমের যথাযোগ্য মূল্যায়ন সবার আগে জরুরী। তাই শ্রমিকদের সকল প্রকার অধিকার রক্ষার বিষয়ে সোচ্চার হওয়ার দিকে সবাইকে আহবান করেন তিনি।

এর আগে গত ১৪ জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে দলটির কেন্দ্রীয় কাউন্সিল থেকে আলহাজ্ব আমিনুল ইসলামকে সভাপতি, আলহাজ্ব আবদুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি এবং আলহাজ্ব খলিলুর রহমানকে সেক্রেটারী জেনারেল করে কমিটির প্রধান তিনজনের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। পরবর্তিতে তারা আলোচনার ভিত্তিতে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

৪৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে যারা রয়েছেন তারা হলেন, কেন্দ্রীয় সভাপতি, মোহাম্মাদ আমিনুল ইসলাম। সিনিয়র সহ-সভাপতি, আলহাজ্ব মো: আব্দুর রহমান।

সহ-সভাপতি, হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান। সহ-সভাপতি, মো: আমিরুজ্জামান পিয়াল। সেক্রেটারি জেনারেল, মাওলানা খলিলুর রহমান। জয়েন্ট সেক্রেটারি, মুফতি মোস্তফা কামাল। এসিস্টেন্ট সেক্রেটারি, মো: ওবায়দুর রহমান। সাংগঠনিক সম্পাদক, এইচ এম রফিকুল ইসলাম। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা হলেন - ঢাকা বিভাগ, সৈয়দ মো: ওমর ফারুক।

চট্রগ্রাম বিভাগ, মো: ওয়ায়েজ হোসেন ভূঁইয়া। খুলনা বিভাগ, মাওলানা আল আমিন এহসান। রাজশাহী বিভাগ, মো: আশরাফুল ইসলাম। বরিশাল বিভাগ, ওবায়েদুর রহমান বিন মোস্তফা। সিলেট বিভাগ, মো: কামাল উদ্দিন আহম্মেদ। রংপুর বিভাগ, মাওলানা নূরে আলম ছিদ্দিকী। মোমেনশাহী বিভাগ, শাহ মো: জামাল উদ্দিন। কুমিল্লা বিভাগ, আলহাজ্ব মো: মহিউদ্দিন। ফরিদপুর বিভাগ, মাও: মো: গোলাম কিবরিয়া। প্রচার ও দা‘ওয়াহ সম্পাদক, মো: হাসিবুর রহমান হাসিব।

সহকারী প্রচার ও দা‘ওয়াহ সম্পাদক, মো: তারিকুল ইসলাম। দফতর সম্পাদক, মো: জাকির হোসেন। সহকারী দফতর সম্পাদক, মো: হায়দার আলী। অর্থ ও প্রকাশনা সম্পাদক, কে এম বেলাল হোসেন। সহকারী অর্থ ও প্রকাশনা সম্পাদক, অধ্যপক মো: আব্দুল করিম। প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা মহিব্বুল্লাহ কাজেমী। সহকারী প্রশিক্ষণ সম্পাদক, মুফতি মাশরুর তাশফিন। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, এইচ এম সাইফুল ইসলাম। আইন বিষয়ক সম্পাদক, এডেভোকেড মো.হানিফ মিয়া।

সহকারী আইন বিষয়ক সম্পাদক, মো: জাহাঙ্গীর আলম। শ্রমিক কল্যাণ বিষয়ক, সম্পাদক আলহাজ্ব মো: সাইফুল ইসলাম। ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক, মো: শাহজাহান ভূইয়া। সড়ক পরিবহন শ্রমিক বিষয়ক সম্পাদক, শহীদুল আলম খোকা। ট্রাক, কাভার ভ্যান ও ট্যাংকলরি শ্রমিক বিষয়ক সম্পাদক, মো: শহীদুল ইসলাম। রেলওয়ে শ্রমিক বিষয়ক সম্পাদক, মো: মিজানুর রহমান।

সিএনজি ও হালকাযান চালক বিষয়ক সম্পাদক, মো: কামাল হোসেন। ঘাট ও নৌ শ্রমিক বিষয়ক সম্পাদক, মো: শামীম খান। নির্মাণ শ্রমিক বিষয়ক সম্পাদক, মো: নজরুল ইসলাম। দোকান, হোটেল-রেস্তরা ও প্রতিষ্ঠান শ্রমিক বিষয়ক সম্পাদক, হাজী আব্দুর রহমান দুলাল। হকার্স ও ভ্রাম্যমান হকার্স শ্রমিক বিষয়ক সম্পাদক, মো. ইমান উদ্দিন।

শিল্প ও কল-কারখানা শ্রমিক বিষয়ক সম্পাদক, ওমর ফারুক। ডেকোরেটর, ফার্নিচার ও ওয়ার্কশপ শ্রমিক বিষয়ক সম্পাদক, আনিসুর রহমান। নারী শ্রমিক অধিকার বিষয়ক সম্পাদক, মাওলানা মো: হাসান ইমাম মুন্সি। সদস্য, ওবায়দুল্লাহ বরকত। সদস্য, সাহাদাত হোসেন প্রধানীয়া। সদস্য, আলহাজ্ব আঃ মোছাব্বির রুনু।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ