শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

চট্টগ্রামের শুলকবহর মাদরাসার বার্ষিক জলসা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: ইলমের নগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিয়া মাদানিয়া শুলকবহর মাদ্রাসা’র বার্ষিক জলসা আগামীকাল।

জানা যায়, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর থেকে শুরু হবে দুই দিনব্যাপী এই বার্ষিক জলসা। শুক্রবার (২০ জানুয়ারি) আনুমানিক রাত সাড়ে এগারোটা নাগাত মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই আয়োজন। এতে সভাপতিত্ব করবেন ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান রহ. এর সাহেবজাদা, শুলকবহর মাদরাসার পরিচালক মুফতি আরশাদ রাহমানী। মাহফিল বাস্তবায়নে তিনি দেশের ওলামা, তলাবা ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া কামনা করেছেন।

দুই দিনব্যাপী এই বার্ষিক জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল, শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল ইসলাম সাইয়েদ হুসাইন আহমদ মাদানী রহ.-এর সাহেবজাদা মাওলানা সাইয়েদ আসজাদ মাদানী।

আলোচনা করবেন, আওলাদে রাসুল সাইয়েদ আসজাদ মাদানী, চট্টগ্রাম দারুল মাআরিফের মুহতামিম আল্লামা সুলতান যওক নদভী, বাবুনগর মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, নাজিরহাট মাদরাসার মুহতামিম মুফতি হাবিবুর রহমান কাসেমী, চট্টগ্রাম জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খুবাইব আহমাদ, ফটিকছড়ি জামিয়া বাইতুল হুদার মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ নানুপুরী, চট্টগ্রাম মাদরাসা সাইয়েদুশ শুহাদার মুহতামিম মাওলানা হাজী ইউসুফ, চট্টগ্রাম মাজাহিরুল উলুমের মুহতামিম মাওলানা লুকমান হাকিম।

এছাড়া আলোচনা করবেন, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস মাওলানা শেখ আহমাদ, পটিয়া মাদরাসার উস্তাদ মাওলানা আখতার হুসাইন, মেখল মাদরাসার উস্তাদ মাওলানা ইসমাইল খান, জামিয়া মাদানিয়া শোলকবহরের মুহাদ্দিস মাওলানা আহমাদ গনি, চট্টগ্রাম মাজাহিরুল উলুমের মুহাদ্দিস মাওলানা নুরুল্লাহ, ফেনীর মুফতি ইউসুফ কাসেমী।

আরো আলোচনা করবেন, মুনাজিরে জামান মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, ইসলামী আলোচক মাওলানা আজিজুল হক মাদানী, মাওলানা নজির আহমাদ, মাওলানা ফরীদ উদ্দীন আল মোবারক, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা হাসান জামিল, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ