শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


টেকনাফে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে দাওয়াতুল হক ইসলামী সংস্থার উদ্যোগে ৩য় তম হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। টেকনাফ সাবরাং ইউনিয়নস্থ ডেগিল্যার বিল জামে মসজিদের মাঠে রোববার সকাল ৯টায় শুরু হয়ে দুই পর্বের প্রতিযোগিতা শেষ হয় বাদে মাগরিব।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন, কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা কারী সুলাইমান ও মাওলানা কারী আহমাদুল্লাহ ক্বেরাত বিভাগীয় প্রধান জামিয়া ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম।

দাওয়াতুল হক ইসলামী সংস্থা কর্তৃক আয়োজিত ৩য় তম হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান দখল করেন টেকনাফ উপজেলার সেরা হাফেজের স্বীকৃতি প্রাপ্ত হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল হোসাইনিয়া জামালুল কোরআন মাদরাসার কৃতি ছাত্র মোঃ আরিফ উল্লাহ। ২য় স্থান অর্জন করেন শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া হেদায়েতুল ইসলাম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রায়হান এবং বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া শফীকিয়া তালীমুল কুরআন মাদ্রাসার ছাত্র ফাহিম মোহাম্মদ আল ইফতাহ ৩য় স্থান অর্জন করেন।

এছাড়া ৪র্থ স্থান শাহপুরীরদ্বীপ মাহাদ আবু বকর আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ওমর সিদ্দিক, ৫ম স্থান টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার আল ওয়ালেদাইন নূরানী মাদ্রাসা ও হিফজখানার ছাত্র মোঃ সাইফ উদ্দিন, ৬ষ্ঠ স্থান হ্নীলা ওসমান বিন আফফান (র.) তাহফিজুল কুরআনুল কারীম মাদ্রাসার ছাত্র মোঃ মিজানুর রহমান, ৭ম স্থান সাবরাং ইউনিয়নের রশীদিয়া ফয়জুল উলুম মাদ্রাসার ছাত্র মোঃ আলম, ৮ম স্থান শাহপরীরদ্বীপ দারুচ্ছাকাফা আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র আসমত উল্লাহ, ৯ম স্থান শাহপরীর দ্বীপ রাস্তার মাথা মাদ্রাসার দ্রাসার ছাত্র মোঃ হামদান এবং ১০ম স্থান অর্জন করেন বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া শফিকিয়া তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্র মোঃ রায়হান।

টেকনাফ উপজেলার বাছাইকরা প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান হতে একশ‘র অধিক মেধাবী শিক্ষার্থী এতে অংশ গ্রহণ করেন। এতে ১ম স্থান অর্জনকারীকে ১৫ হাজার, ২য় স্থান অর্জনকারীকে ১০ হাজার, ৩য় স্থান অর্জনকারীকে ৮ হাজার টাকা নগদ অর্থ ও সনদ যথাক্রমে দশম স্থান পর্যন্ত বিশেষ পুরস্কার ও সনদ প্রদান করেন। বাকি ২য় ও ৩য় বিভাগে উত্তীর্ণদের সংস্থার পক্ষ থেকে সনদ প্রদান করা হয় ।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ