শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


ইনাসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী শাসনব্যবস্থার বিকল্প নাই: ইসলামী ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে, রবিবার (২৫ আগষ্ট) দুপুর ১২টায় আক্কাস আলী মঞ্জু মিলনায়তন জেলখানা মোড়ে, কুষ্টিয়া জেলা সভাপতি মুহাঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মুহাঃ মোস্তকিম বিল্লাহ এর সঞ্চালনায় জেলা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ইসলামী শাসনব্যবস্থা ছাড়া ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গঠন করা সম্ভব নয়, তাই ভারসাম্য পূর্ণ অর্থনীতি, কল্যাণ মুখী রাজনীতি ও ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই।

তিনি আরো বলেন, প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা চর্চা বাধ্যতামূলক করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলী, সহ-সভাপতি আলহাজ্ব রাহাত আলী বিশ্বাস, সেক্রেটারি আলহাজ্ব শেখ মুহাঃ এনামুল হক, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি মোজাম্মেল হক কাসেমী, সহ দফতর সম্পাদক মুফতি আহমাদুল্লাহ হাবিবী, সংখ্যা লঘু বিষয়ক সম্পাদক এইচ এম মোজম্মেল হোসেন চৌধুরী, সদস্য আলহাজ্ব মাওলানা নুর মোহাম্মাদ বিন হানিফ।

উপদেষ্টা মাওলানা দেওয়ান আব্দুল খালেক, মুহাঃ আমিনুল ইসলাম মুলতান, কুষ্টিয়া ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসার ভাইস প্রিসিপাল মাওলানা রেজাউল করীম, ইসলামী যুব আন্দোলন কুষ্টিয়া জেলার সভাপতি মাওলানা তাওহীদুল ইসলাম, দাওয়াহ ও প্রশিক্ষন সম্পাদক মাওলানা নাজমুছ ছলেহীন, তথ্য গবেষণা সম্পাদক মাওলানা আনোয়ারুল করীম বিপ্লব, ইসলামী শ্রমিক আন্দোলন কুষ্টিয়া জেলার সভাপতি খন্দকার আবু বক্কর সিদ্দিক, জাতীয় শিক্ষক ফোরাম কুষ্টিয়া জেলার সভাপতি প্রভাষক মুহাঃ মিজানুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন মুয়াজ্জাজ ওলামায়ে কেরাম, বরেণ্য শিক্ষাবিদ, ইসলামী চিন্তা জেলা ও থানার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ২০২২ সেশনের কমিটি বিলুপ্ত করে, ২০২৩ সেশনের কমিটির নাম ঘোষণা করেন, সভাপতি - মোহাম্মদ রাকিবুল ইসলাম, সহ-সভাপতি - হাসান আহমদ রাবি, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ