শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

বেফাকের আমেলা: ৪ ফেব্রুয়ারি শূরা বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আবদুল্লাহ তামিম ||

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের শূরা বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৪ ফেব্রুয়ারি শনিবার। বোর্ডটির মজলিসে আমেলার বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেন বেফাকের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। কাজলার বেফাকের নতুন ভবনের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, বেফাকের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান, হাটহাজারী মাদরাসার মুহতামিমে বেফাক সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, মাওলানা আবদুল হামিদ মধুপুরী, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মুফতি মানসুরুল হক, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদীসহ সারাদেশের প্রায় শতাধিক আমেলা সদস্য।

আমেলার বৈঠকটি পরিচালনা করেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

বেফাকের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন মাস পর পর আমেলা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়, একাডেমিক গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। আসন্ন কেন্দ্রীয় পরীক্ষার বিষয়ে আলোচনা করা হয়। সৌহার্দপূর্ণ পরিবেশে অত্যান্ত সুন্দরভাবে এ আমেলা বৈঠক শেষ হয়েছে বলে জানান, মাওলানা উবায়দুর রহমান খান নদভী। এছাড়াও গুরুত্বপূর্ণ আরো কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, বেফাকের গঠনতন্ত্র অনুযায়ী পাঁচ বছর পর পর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে কিছুটা দেরিতে অনুষ্ঠিত হয়েছিল দশম কাউন্সিল। ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানীর ফরিদাবাদ মাদরাসায় অনুষ্ঠিত হয়েছিল সে কাউন্সিল; যেখানে আল্লামা শাহ আহমদ শফিকে সভাপতি ও ফরিদাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুসকে মহাসচিব নির্বাচিত করা হয়।

পরবর্তীতে আল্লামা শাহ আহমদ শফির মৃত্যু ও মাওলানা আব্দুল কুদ্দুসের পদত্যাগের কারণে ২০২০ সালের ৩ অক্টোবর আমেলা বৈঠকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হোন আল্লামা মাহমুদুল হাসান এবং ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হোন মাওলানা মাহফুজুল হক।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ