মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

লালমনিরহাটে মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষ, বাবা-ছেলে আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রামে কামারেরহাট বাইতুল আমান জামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে মসজিদ কমিটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অলিয়ার রহমান (৭৫) ও তার ছেলে আবু আলম (৩৫) আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, মসজিদ কমিটির সিদ্ধান্ত মতে বাইতুল আমান জামে মসজিদকে আগের অবস্থায় রেখেই তার পাশে ওই মসজিদের জমিতে আরেকটি নতুন মসজিদ নির্মাণ করা হবে। পরে নতুন মসজিদ নির্মাণ হয়ে গেলে পুরনো মসজিদ ভেঙে ফেলা হবে।

সেই অনুযায়ী বুধবার দুপুুুুুুুুুর সাড়ে ১২টার দিকে ওই মসজিদের পাশে নতুন মসজিদ নির্মাণকাজ শুরু করা হলে মসজিদ কমিটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অলিয়ার রহমান ও তার ছেলে আবু আলম আহত হন।

আহত দু’জনকে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। আহত অলিয়ার রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ