মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

রূপগঞ্জে গ্যাসের চুলার আগুনে ৪ জন দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে রান্নাঘরে জমে থাকা গ্যাসের কারণে চুলায় দিয়াশলাই জ্বালাতেই আগুনে দগ্ধ হয়েছে একই পরিবারের শিশুসহ চারজন। আজ (শনিবার) সকালে উপজেলার গাউছিয়া ডরগাও গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মোহাম্মদ জাহিদ, তার স্ত্রী রুমা আক্তার, মেয়ে লাবনী ও ছেলে ইয়াছিন। তারা উপজেলার গাউছিয়া ডরগাও গ্রামের ওই বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, সকালে রান্না করার জন্য চুলা জ্বালালে হঠাৎ আগুন ধরে যায়। এসময় ঘরে থাকা চারজনই দগ্ধ হয়। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক আইউব হোসেন জানান, আগুনে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়।

জাহিদ ২৯% শতাংশ, স্ত্রী রুমা আক্তার ২৩% শতাংশ, মেয়ে লাবনী ২২% শতাংশ ও ছেলে ইয়াছিন সামান্য দগ্ধ হয়েছে। তারা বার্ন ইউনিটে ভর্তি আছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ