শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

যশোরে ৬ ঘণ্টার ব্যবধানে দুই সড়কে চার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরে ৬ ঘণ্টার ব্যবধানে দুই সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার পতেঙ্গালী ছুটিপুর সড়কে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে মনিরামপুর উপজেলায় রাজগঞ্জ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় অপর দুজন প্রাণ হারিয়েছেন বলে যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার চাঁচড়া খামারপাড়ার আব্দুল মুজিদের ছেলে আফ্রিদি হাসান (১৭) এবং তার বন্ধু চাঁচড়া বর্মণপাড়ার পাগল বর্মণের ছেলে সূর্য বর্মণ (১৮) একটি বাইসাইকেলে যাচ্ছিলেন।

পথে পতেঙ্গালী গ্রামে মাটিবাহী একটি ট্রাক্টর বাইসাইকেলটিকে ধাক্কা দিলে ওরা রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নন্দ ঘোষ (৫৫) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। তিনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান ওসি তাজুল ইসলাম।

নিহত আফ্রিদির ভাই ইয়াছিন আরাফাত বলেন, “পাশে দত্তপাড়া খালে মাছ ধরার উদ্দেশ্যে দুই বন্ধু একটি বাইসাইকেলে করে যাচ্ছিলেন।”

অপরদিকে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে যশোরের মনিরামপুর-রাজগঞ্জ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আরোহী দুই যুবক প্রাণ হারান বলে মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান।

নিহতরা হচ্ছেন মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মোস্তাক হোসেনের ছেলে শিহাব হোসেন (১৮) এবং মাছনা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে নাহিদ হোসেন (২২)।

ওসি মনিরুজ্জামান জানান, রাতে রাজগঞ্জ থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন দুই যুবক। তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

খবর পয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি মনিরুজ্জামান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ