মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

গুজরাটে ১৮২ আসনের মধ্যে ১৫৬টিতে বিজেপির রেকর্ড জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গুজরাট বিধানসভায় ১৮২ আসনের মধ্যে ১৫৬টিতে জয়ী হয়ে রেকর্ড গড়েছে বিজেপি।

এই জয়কে ‘মোদির জয়’ হিসেবেই দেখছে দল। বৃহস্পতিবার ফল ঘোষণার পর কেন্দ্রীয় কার্যালয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কথাতেই তা স্পষ্ট হয়। খবর আনন্দবাজার পত্রিকার।

তিনি বলেন, ‘স্বাধীন ভারতে রেকর্ড ভেঙে এই জয় আমরা পেয়েছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে। প্রধানমন্ত্রী যে, দেশ এবং গুজরাটের মানুষের সেবা করেছেন, তা এই জয়ে স্পষ্ট।’

যদিও প্রধানমন্ত্রী ভাষণ দিতে উঠে জয়ের কৃতিত্ব দিয়েছেন জনতাকে। অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও নির্বাচন কমিশনকে। হিমাচলপ্রদেশে হেরেছে বিজেপি, তবে সেখানকার মানুষকেও ধন্যবাদ দিতে ভোলেননি মোদি।

দিল্লির উপনির্বাচনে হেরে সেখানকার মানুষকেও ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, এখানে না জিতলেও আসলে ভোটের ফল বিজেপির প্রতি মানুষের আস্থাই প্রকাশ করে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ