শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

মিরসরাইয়ে মসজিদে মারা গেলেন তাবলিগ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদে অবস্থানকালে আবুল কাশেম (৬২) নামে তাবলিগ জামাতের এক সদস্যের মৃত্যূ হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উপজেলার বড়তাকিয়া সৈদালী জামে মসজিদে তার মৃত্যু হয়।

খৈয়াছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. ইয়াছিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজবাড়ী সদর থানার চরখানখানাপুর এলাকার আব্দুল হামিদের ছেলে তিনি। সেইদিন সকালে ১৫ সদস্যের একটি দল ওই মসজিদে অবস্থান নেন আবুল কাশেম।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে এশার নামাজ শেষে প্রবীণ সদস্য আবুল কাশেম (৬২) অসুস্থ হয়ে পড়েন। এসময় স্থানীয় পল্লী চিকিৎসক আনা হলে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তাবলিগ জামাতের দলের আমীর আহছান উল্লাহ বলেন, আমার শ্বশুর গত ২৮ আগস্ট তিন চিল্লার (১২০ দিন) উদ্দেশ্য ঘর ছাড়েন। বড়তাকিয়ায় উনার ৩য় চিল্লা ছিল। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। শুক্রবার রাতে আবারও অসুস্থ হন এবং মসজিদেই মারা যান।

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী সফররত অবস্থায় কেউ মারা গেলে সেখানেই তাকে কবরস্থ করা হয়। তাই শ্বশুরকেও রাজবাড়ী ফেরত না নিয়ে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার (২৬ নভেম্বর) জানাজা শেষে বড়তাকিয়া মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।

সৈদালী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সবুজ ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে অসুস্থ হয়ে তাবলিগের এক সদস্যের মৃত্যু হয়। পরে তার সঙ্গী ও পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে জানাজা ও দাফনের আয়োজন করে। স্থানীয়ভাবে আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করেছি।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ