শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

রাশিয়া মানবতাবিরোধী অপরাধ করছে: জেলেনস্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেন জুড়ে ব্ল্যাক আউট চালু করে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার (২৩ নভেম্বর) রাতে কার্যত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড শীতে রাশিয়া সন্ত্রাসী কার্যকলাপ করে লাখ লাখ মানুষকে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করেছে। বুধবার ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী অন্তত ৭০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে।

হামলার ফলে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ডিজেলের মাধ্যমে সচল করা হয়। ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) বারবার জাপোরিঝজিয়া প্ল্যান্টে গোলাবর্ষণের বিষয়ে সতর্ক করেছে।

আইএইএ জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। তবে রাশিয়া-ইউক্রেন কেউই নিজেদের হামলার কথা স্বীকার করেনি। ইউক্রেনের বিদ্যুৎ সুবিধাগুলোতে ক্রমাগত রাশিয়ার গোলাগুলির মধ্যে বুধবার প্রতিবেশী দেশ মলদোভা ব্লাকআউটের মুখোমুখি হয়েছে। যদিও দেশটিতে সরাসরি হামলা হয়নি।

শীত শুরু হওয়ার আগেই মস্কো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অনেক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশের গ্রিডের বেশিরভাগ মেরামতের প্রয়োজন পড়ে গেছে।

বুধবার রাতের ভাষণে জেলেনস্কি জানান, কিয়েভের পরিস্থিতি খুবই জটিল। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। রাশিয়ার এমন হামলাকে কাপুরুষ এবং অমানবিক বলছেন জেলেনস্কি।

ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেনকে সাহায্য করার জন্য জাতিসংঘকে আরও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। সন্ত্রাসী রাষ্ট্র রাশিয়ার হাতে জাতিসংঘকে জিম্মি করা যাবে না বলেও মন্তব্য করেন জেলেনস্কি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ