শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬


ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জন হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। সেই সঙ্গে ১৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে কর্মকর্তারা অনুসন্ধান অব্যাহত রেখেছেন।

পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এবং স্কাই নিউজ। তবে ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার সর্বশেষ তথ্যে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬২ উল্লেখ করা হয়।

সোমবার পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে কেঁপে ওঠে ৭৫ কিলোমিটার দূরের রাজধানী জাকার্তাও।

ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানায়, পশ্চিম জাভার সিয়ানজুড় শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর ভূমিকম্পটির উৎপত্তি। সিয়ানজুড় শহরের প্রশাসনিক প্রধান হারমান শুহেরমান জানান, ভূমিকম্পে ৭০০ জনের বেশি মানুষ আহত হয়। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ চাপা পড়ে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

জাতীয় দুর্যোগ সংস্থা এক বিবৃতিতে জানায়, সিয়ানজুড় এলাকায় বেশ কয়েকটি বাড়ি ও একটি মাদরাসা ক্ষতিগ্রস্ত হয়েছে, যোগাযোগ বিঘ্নিত। ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে কর্মকর্তারা অনুসন্ধান অব্যাহত রেখেছেন।

-এসআর

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ