শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

এইচএসসি পরীক্ষা : অনুপস্থিত ১২ হাজার, বহিষ্কার ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় রোববার (২০ নভেম্বর) সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ভূগোল (তত্ত্বীয়) ১ম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে হাদিস ও উসূলুল হাদিস এবং কারিগরি শিক্ষা বোর্ডে অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষার সপ্তম দিন দেশের ৯টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২ হাজার ৬৩৯টি কেন্দ্রে ৩ লাখ ৮৮ হাজার ৭৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৯৩৫ জন অনুপস্থিত ছিলেন। আর বহিষ্কার হয়েছেন ৬ জন। আজকের অনুপস্থিতির হার ৩ দশমিক ৩৩ শতাংশ।

আজ রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড: ঢাকা শিক্ষা বোর্ডে ২৮৫টি কেন্দ্রে মোট ৪৪ হাজার ২৬ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৮৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।

রাজশাহী শিক্ষা বোর্ড: রাজশাহী শিক্ষা বোর্ডে ২০১টি কেন্দ্রে মোট ৫০ হাজার ২০২ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ২১৭ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডেও কেউ বহিষ্কার হয়নি।

কুমিল্লা শিক্ষা বোর্ড: কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৯২টি কেন্দ্রে মোট ৮ হাজার ৬৩৯ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ২১৮ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।

যশোর শিক্ষা বোর্ড: যশোর শিক্ষা বোর্ডে ২২৮টি কেন্দ্রে মোট ৩৭ হাজার ২৬ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৮৭৮ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১১১টি কেন্দ্রে মোট ১ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ২০ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডেও কেউ বহিষ্কার হয়নি।

সিলেট শিক্ষা বোর্ড: সিলেট শিক্ষা বোর্ডে ৮৬টি কেন্দ্রে মোট ৯৯০ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১৫ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।

বরিশাল শিক্ষা বোর্ড: বরিশাল শিক্ষা বোর্ডে ১২৫টি কেন্দ্রে মোট ৫ হাজার ৩০৪ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৮৩ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডে কেউ বহিষ্কার হননি।

দিনাজপুর শিক্ষা বোর্ড: দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০২টি কেন্দ্রে মোট ১৯ হাজার ৪১০ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৪১৮ জন অনুপস্থিত ছিলেন।
এ বোর্ডেও কেউ বহিষ্কার হয়নি।

ময়মনসিংহ শিক্ষা বোর্ড: ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৮৯টি কেন্দ্রে মোট ১০ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ২০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডেও কেউ বহিষ্কার হয়নি।

অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৪৮টি কেন্দ্রে মোট ৯৩ হাজার ১৯১ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৫ হাজার ৭৫৩ জন অনুপস্থিত এবং ১ জন বহিষ্কার হয়েছেন।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৭২টি কেন্দ্রে মোট ১ লাখ ১৮ হাজার ৩৪ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৩ হাজার ২৭২ জন অনুপস্থিত এবং ৫ জন বহিষ্কার হয়েছেন। আজ কারিগরি শিক্ষা বোর্ডে বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ