শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

মুরাদনগরে বিশ্বজয়ী ৪ হাফেজকে বর্ণাঢ্য সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার মুরাদনগর উপজেলায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত তিন হাফেজ ও তাদের উস্তাদকে সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র উদ্যোগে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধিত হাফেজরা হলেন, বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ আন্তর্জাতিক হাফেজ ও ক্বারি শায়েখ নেসার আহমদ আন নাছিরী, কুয়েতে অনুষ্ঠিত ১১৭ দেশের মধ্যে বিজয়ী হাফেজ ক্বারি আবু রাহাত, দুবাই অনুষ্ঠিত ১০৩ দেশের মধ্যে বিজয়ী হাফেজ ক্বারি তরিকুল ইসলাম ও বাহারাইন, কুয়েত ও জর্দানে অনুষ্ঠিত ৯০ দেশের মধ্যে বিজয়ী হাফেজ ক্বারি সাইফুর রহমান ত্বকী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সংবর্ধিত হাফেজে কুরআনরা পবিত্র কুরআনুল কারিমের বিভিন্ন অংশ থেকে তেলাওয়াত করেন। অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ চার কুরআনে হাফেজের হাতে ফুল, ক্রেস্ট ও নগদ এক লাখ পঁচাত্তর হাজার টাকা তুলে দেন।

এছাড়া জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ সওকত আহম্মেদ তাদেরকে ৫০ হাজার টাকা পুরস্কৃত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাভারের মারকাযুত তারবিয়্যাহর মোহতামিম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মাদ ইসমাইল, চেয়ারম্যান আবুল খায়ের, ভিপি জাকির, গোলাম কিবরিয়া খোকন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। সঞ্চালনা করেন উপজেলা কওমি মাদরাসা ওলামা পরিষদের সভাপতি মুফতি দ্বীন মোহাম্মাদ আশরাফ।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ