শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

টাঙ্গাইলের মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। টাঙ্গাইলের মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

আগামী শুক্রবার ১৮ নভেম্বর টাঙ্গাইলের মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদের উদ্যোগে এ আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটি অনুষ্ঠিত হবে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন, আলহাজ মাও. আব্দুল আজীজ, মুহতামিম, ধুলেরচর মাদরাসা ও সভাপতি, টাঙ্গাইল জেলা কৃওমী ওলামা পরিষদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আমীরে মিল্লাত মাওলানা মুফতি আবুল কাসেম নুমানী, মুহতামিম ও শায়খুল হাদীস, দারুল উলুম দেওবন্দ, ভারত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা ইয়াহইয়া, মহাপরিচালক, দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম।। তিনি বয়ান করবেন, আত্মশুদ্ধির ক্ষেত্রে উলামায়ে দেওবন্দের অবদান। বিকাল ৩টা।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আমীরুল উমারা, মহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, সভাপতি, আল হাইয়াতুল উলইয়া, বাংলাদেশ (যাত্রাবাড়ী মাদরাসা)। প্রধান আকর্ষণ হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন। খতিবে আজম মুনাযেরে যামান আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, মুহতামিম মাদরাসায়ে নূরে মদীনা, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। বিষয়: স্বাধীনতা আন্দোলনে আলেমদের অবদান।

শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর সুযােগ্য সাহেবজাদা। আল্লামা মাহফুজুল হক, মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়াহ বাংলাদেশ। বিষয়: ইসলামী ফিকহের ক্ষেত্রে উলামায়ে দেওবন্দের অবদান।

বিশিষ্ট ইসলামি আইন গবেষক মুহাদ্দিসে জালীল আল্লামা মুফতি কেফায়েতুল্লাহ মুফতি ও মুহাদ্দিস দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম। হযরত মাওলনা মুফতি আবু উমায়ের নুমানী, উস্তাদ জামিয়া ইসলামিয়া বেনারশ ইন্ডিয়া।

পরিচালনায় থাকবেন, মুফতি আব্দুস সালাম, রুহুল আমীন কাসেমী।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ