মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :
তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার লালমাটিয়ায় দুই তরুণীকে সিগারেট খেতে না করা সেই রিংকুকে গ্রেফতার ‘অপরাধের সাম্প্রতিক ব্যাপকতার পেছনে পরাজিত শক্তির রাজনীতি ক্রিয়াশীল' একদিনে ২৯ হাজার কুরআনের কপি বিতরণ সৌদি আরবের ‘দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’ নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

হেদয়াত কামনা করে মাওলানা ইবরাহিম দেওলার আখেরি মুনাজাতে শেষ হলো রায়বেন্ড ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। পাকিস্তানে তাবলিগের কেন্দ্রীয় মারকাজ রায়বেন্ডে উম্মতের হেদয়াত কামনা করে মাওলানা ইবরাহিম দেওলার আখেরি মুনাজাতে শেষ হয়েছে রায়বেন্ড ইজতেমা।

আজ রোববার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে হেদয়াতি বয়ান শেষে মাওলানা ইবরাহিম দেওলার আখেরি মুনাজাতে শেষ হয়েছে রায়বেন্ড ইজতেমা। এর আগে ১০ নভেম্বর মাওলানা নজরুর রহমানের আম বয়ানে শুরু হয়েছে ইজতেমার ২য় পর্ব। আজ ১৩ নভেম্বর শেষ হলো। এ পর্বে পাঞ্জাব, ফয়সালাবাদ, পশ্চিম করাচি ও ইসমাইল খান প্রদেশের মুসল্লিরা অংশ নিয়েছে।

ইজতেমা উপলক্ষে প্রায় ১০০ একর জায়গার ওপর বাঁশের খুঁটি দিয়ে প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। রায়বেন্ড মারকাজের তত্ত্বাবধানে ইজতেমার সার্বিক কাজ ও প্রস্তুতি শেষ পর্যায়ে। দেশ-বিদেশের মুসল্লিরা এখন রায়বেন্ডের মাঠে অবস্থান করছে।

রায়বেন্ড মার্কাজের অফিসিয়াল ফেসবুক থেকে জানায়, ২য় পর্বে বয়ান করেছেন, বৃহস্পতিবার আসর নামাজের পর মাওলানা নাজুর রহমান, মাগরিবের নামাজের পর মাওলানা ইব্রাহিম দেওলা, শুক্রবার, ফজরের নামাজের পর মাওলানা আব্দুল রহমান বোম্বাই, জুমার নামাজের পর
মাওলানা ইসমাইল গোধরা, আসরের নামাজের পর ক্বারী জুবায়ের বাংলাদেশ, মাগরিবের নামাজের পর মাওলানা আহমদ লট, শনিবার
ফজরের নামাজের পর মাওলানা রবিউল হক বাংলাদেশ, যোহরের নামাজের পর ভাই ফারুক বেঙ্গালুর, আসরের নামাজের পর
মাওলানা জহিরুলহাস, মাগরিবের নামাজের পর মাওলানা ইব্রাহিম দেওলা, রবিবারে ফজরের নামাজের পরমাওলানা খুরশীদ, আখেরি মুনাজাত
মাওলানা ইব্রাহিম দেওলা।

পাকিস্তানের মেসেজ টিভির বরাতে জানা যায়, ১ম পর্বে প্রায় ৮ লাখ মানুষ অংশ গ্রহণ করেছেন। পাকিস্তানে তাবলিগ জামাতের সাথীদের সবচেয়ে বড় জমায়েত। বাংলাদেশের পর তাবলিগের বৃহৎ ইজতেমাটি হয়-পাকিস্তানের অন্যতম প্রধান শহর লাহোরের রায়বেন্ডে।

উল্লেখ্য, জনপ্রিয় স্যোশাল মিডিয়া আলফাফা ডটকমের সৌজন্যে রায়বেন্ড ইজতেমা সরাসরি সম্প্রচার করছে পাকিস্তানের মেসেজ টিভি।

সূত্র: রায়বেন্ড তাবলিগের ফেসবুক পেজ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ