মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

ময়মনসিংহে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহে আছরের নামাজের সময় সিজদারত অবস্থায় সুমন মিয়া (৩৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।

সোমবার নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের গোদারাঘাট পুরাতন বাসস্ট্যান্ড এলাকার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সুমন মিয়া ওই ওয়ার্ডের কালিবাড়ি এলাকার মৃত দুলাল মিয়ার সন্তান। তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন।

মসজিদের ইমাম হাফেজ মো. খোরশেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুমন মিয়া নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতেন। সোমবার বিকালে আছরের নামাজের সাথে শরিক হতে পারেননি। আমরা নামাজ পড়ে বের হয়ে পড়লে একাই নামাজ আদায় করছিলেন মসজিদে। সিজদায় গিয়ে সুমন মিয়া উঠতে না পেরে পড়ে যান। পরে আমরা টের পেয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ