শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬


মিরপুরে একটানা ৪০ দিন ফজরের নামাজ পড়ে সাইকেল উপহার পেলেন ২৩০ কিশোর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: রাজধানী ঢাকার মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদ কর্তৃপক্ষ একটানা ৪০ দিন ফজরের নামাজ জামাতে পড়ায় সাইকেল উপহার দিয়েছে ২৩০ কিশোরকে।

গত বছরের মার্চ মাসেও এ ধরণের উদ্যোগ নিয়েছিলো ডিওএইচএস সেন্ট্রাল মসজিদ কর্তৃপক্ষ। এ বছর উপহার ঘোষণার পরপরই বাচ্চাদের মধ্যে শুরু হয় নামাজ পড়ার প্রতিযোগিতা। প্রায় তিন শত কিশোর নিয়মিত নামাজ আদায় করতে থাকে। তাদের মধ্যে টানা ৪০দিন নামাজ আদায় করে উপহার জিতে নিলেন ২৩০ কিশোর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই উপহারের সাইকেল সাজানো মসজিদের সামনের একটা ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নীল রঙের গেঞ্জি পরে ২৩০ বিজয়ী কিশোরের হাতে উপহার তুলে দিয়েছে ডিওএইচএস সেন্ট্রাল মসজিদ কর্তৃপক্ষ।

জানা যায়, বাচ্চাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নিয়েছে মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদ মসজিদ কমিটি। নিয়মিত ৪০ দিন ফজরের নামাজ পড়লেই বাচ্চারা পাবে নতুন ব্র্যান্ডের এ সাইকেল।

নিয়মিত ৪০ দিন ফজরের নামাজ আদায়ের এ ক্যাম্পেইনে অংশগ্রহণ আহ্বান করার পর তিন শতাধিক শিশু ৪০ দিনের এ ক্যাম্পেইনে অংশগ্রহণে রেজিস্ট্রেশন করে।

মসজিদ কমিটি গণমাধ্যমকে জানিয়েছে, এখানে উপহার সেই বাচ্চারাই পেয়েছে যারা ৪০ দিনের মধ্যে ১ দিনও নামাজ বাদ দেয়নি। তাদের নিয়ম ছিলো ৪০ দিনের মধ্যে যদি ১ দিনও বাদ পড়ে যায় তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। নামাজ শেষ হলে তাদের হাজিরার ব্যবস্থা ছিলো। আর হাজিরা শেষে সবাইকে বিভিন্ন রকমের চকলেট দেওয়া হয়েছিলো।

বাংলাদেশের মতো নামাজের প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে আরও যারা এ উদ্যোগ গ্রহণ করে আসছে তাদের মধ্যে রয়েছে- পাকিস্তান, মিসর, মালয়েশিয়া, তুরস্ক এবং ইংল্যান্ড। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ