শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে নতুন সংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ

উত্তরপ্রদেশে ৩০৭টি মাদরাসাকে বেআইনি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ৩০৭টি মাদরাসাকে বেআইনি ঘোষণা করল যোগী সরকার। ওই মাদরাসাগুলি একাধিক সরকারি বিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

বেআইনি ঘোষিত মাদরাসাগুলির মধ্যে রয়েছে ইসলামিক শিক্ষাকেন্দ্র দারুল উল্লাম। মাদরাসগুলির প্রশাসনিক সমীক্ষার পরেই সরকারি সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গিয়েছে।

মাদরাসাগুলির যাবতীয় তথ্য খতিয়ে দেখার পরেই জেলা প্রশাসন রিপোর্ট দেয় সরকারকে। জেলার এক উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা ভরত লাল গোন্দ বলেন, ‘সমীক্ষায় আমরা দেখেছি ৩০৬টি মাদরাসা বেআইনি।

তার মধ্যে দারুল উল্লমও রয়েছে। ফলে তাদের সমস্ত সরকারি সুবিধা বন্ধ করে দেয়া হবে।’ ভরত আরও জানান, মাদরাসাগুলির কার্যক্রম, কারা তা পরিচালনা করেন এবং তাদের আয়ের উৎস খতিয়ে দেখেছে জেলা প্রশাসন, এরপরই সিদ্ধান্ত হয়েছে। অভিযোগের ভিত্তিতেই মাদরাসাগুলি নিয়ে খোঁজখবর করা হয় বলেও জানা গিয়েছে।

জানা গিয়েছে, জেলা প্রশাসনে নথিবদ্ধ মাদরাসার সংখ্যা ৭৫৪টি। এর মধ্যে ৬৬৪টি মাদরাসায় পঞ্চম শ্রেণি অবধি পড়ানো হয়। ৮০টি মাদরাসায় অষ্টম শ্রেণি অবধি পড়ানো হয় শিক্ষার্থীদের।

দশটি মাদরাসা মাধ্যমিক যোগ্যতামানের। উল্লেখ্য, গত মাস মাদরাসা-সহ উত্তরপ্রদেশের ইসলামিক শিক্ষকেন্দ্রগুলিকে সার্ভে বা সমীক্ষার নির্দেশ দেয় যোগী সরকার। তারপরেই ৩০৭টি মাদরাসাকে বেআইনি ঘোষণা করা হল।

চলতি বছরে মাদরাসা-সহ রাজ্যের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করতে দেখা গিয়েছে যোগী প্রশাসনকে। এইসঙ্গে মাদরাসা শিক্ষার আধুনিকীকরণে জোর দিয়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। সিলেবাসে ধর্মীয় শিক্ষার পাশাপাশি হিন্দি, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান অন্তর্ভুক্ত করা হয়েছে।

মাদরাসার শিক্ষার্থীদের অন্য স্কুলের শিক্ষার্থীদের সমকক্ষ করে তোলাই উদ্দেশ্য, এমনটা জানিয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়। যদিও মাদরাসাগুলিকে অনুদান দেয়ার বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন মাদরাসাগুলিকে সরকারি অনুদান দেয়া হবে না, এই প্রস্তাবে একমত হয়েছে যোগীর মন্ত্রী পরিষদ। বিগত অর্থবর্ষে মাদরাসাগুলির আধুনিকীকরণের জন্য ৪৭৯ কোটি রুপি বাজেট ধার্য করে যোগী সরকার। রাজ্যের ১৬ হাজার সরকারি নথিভুক্ত মাদরাসাকে অনুদান দেয়া হবে বলে ঠিক হয়। সোমবার যোগী সরকার সিদ্ধান্ত নিল, নতুন মাদরাসাগুলি সরকারি সাহায্য পাবে না। সূত্র: টাইমস নাউ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ