শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

রোগ নিরাময়ের উপকরণ অবলম্বন করুন: মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা তারিক জামিল
দাঈ ও স্কলার, পাকিস্তান

সম্প্রতি চীন থেকে শুরু হয়ে বিশ্বময় ছড়িয়ে পড়েছে ভাইরাস করোনা। এ ভাইরাস থেকে রক্ষা পেতে চীনের সাথে আমদানি রপ্তানি বন্ধ করেছে বিশ্বের প্রায় সবগুলো দেশ। তারপরও করোনা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এর প্রভাবে ওমরা বন্ধ করেছে সৌদি আরব।

রোগ ব্যাধি সম্পর্কে নবীজী সাঃ বলেছেন, রোগ আসে আল্লাহ তায়ালার পক্ষ থেকে। জীবন মৃত্যু আল্লাহ তায়ালার হাতে নির্ধারিত। রোগের কারণে মানুষের মৃত্যু হয় না। প্রত্যেকেই তার নির্ধারিত সময়ে মারা যায়। কখনো কখনো সুস্থ মানুষও হঠাৎ মারা যায়। আমাদের এলাকার সবজি বিক্রেতা সাদেক ভাইয়ের ছেলে আমাকে বলল, বাবা টিভিতে খবর দেখতে দেখতে হঠাৎ মারা গেলেন।

ইসলাম আল্লাহ তায়ালার উপর ভরসা করতে শেখায়। রোগ ব্যাধি আল্লাহ তায়ালার পক্ষ থেকেই আসে। সংক্রমণের কারণে তা ছড়ায় না। ইসলাম আমাদের এ শিক্ষাই দেয়। সাথে সাথে রোগ নিরাময়ের উপকরণ অবলম্বন করতে নির্দেশ দিয়েছে ইসলাম।

সতর্কতা অবলম্বন করতে গিয়ে আক্রান্ত এলাকায় কাউকে প্রবেশ করতে নিষেধ করেছেন নবীজী সাঃ এবং বাহির থেকে অন্যকে আক্রান্ত এলাকায় প্রবেশে করতেও নিষেধ করেছেন।

কত সুন্দর সাম্যের শিক্ষা দিয়েছেন আমাদের প্রিয় নবী সাঃ! প্রথমত মানুষের বিশ্বাস ঠিক করেছেন, যেন তারা মহামারিকে সংক্রামক মনে না করে। অপরদিকে উপকরণ অবলম্বনেও উৎসাহ দিয়েছেন।

একবার ভারতে একটি মহামারি দেখা দিল। সেই মহামারিতে এক বাড়ির মানুষেরা আক্রান্ত হল। কিন্তু পার্শবর্তী বাড়ির কেউ আক্রান্ত হল না। সে বাড়ি ছেড়ে অন্য বাড়ির লোকেরা আক্রান্ত হল।

তাই আমি আমার ভিডিওর শ্রোতাদের শান্ত্বনা দিয়ে বলতে চাই। আমাদের ভরসার একমাত্র স্থল 'লাইলাহা ইল্লাহ'। আল্লাহ তায়ালা যা চান তাই হয়। তিনি না চাইলে কিছু হয় না। তার ইচ্ছা ছাড়া কোন কিছুর পরিবর্তন হয় না। তিনি যখন যেখানে যার শরীরে চান রোগ দিতে পারেন। সংক্রমণের কারণে কেউ অসুস্থ হয় না। আল্লাহ তায়ালা আমাদের এ বিশ্বাস ও আস্থা রাখার তৌফিক দিন।

ভিডিও থেকে অনুবাদ - জুলফিকার জাহিদ

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ