শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব বারিধারায় হেফাজতে ইসলামের পরামর্শ সভা শুরু ফ্যাসিবাদী সরকারের মূল দায়িত্বের কর্মকর্তারা এখনও অটল রয়ে গেছে নতুন উদ্যমে কাজ শুরু করেছি: ডিসি ওয়ারী খাগড়াছড়ি-রাঙামাটি পরিদর্শনে যাচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আল্লামা মাহমুদুল হাসানের আহ্বানে সর্বস্তরের আলেমদের নিয়ে পরামর্শ সভা শুরু মসজিদে শোরগোল নিয়ে রাসূল সা. যেভাবে সতর্ক করেছিলেন ভারতের বিদ্যুৎ বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ জয়পুরহাটে ১৫৫ মণ সরকারি চাল সহ আটক দুই

রাজধানীর চৌধুরীপাড়ার নূর মসজিদ প্রাঙ্গণে শুরু হয়েছে ৩ দিনব্যাপী সীরাতুন্নবী সা. বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

পবিত্র সিরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে রাজধানীর চৌধুরী পাড়ায় শেখ জনুরুদ্দীন দারুল কোরআন মাদরাসা প্রাঙ্গণে শুরু হলো তিন দিনব্যাপী সীরাতুন্নবী সা. বইমেলা।

শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়া, ঢাকা ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’র যৌথ উদ্যোগ অনুষ্ঠিত এ বই মেলা চলবে ১৩, ১৪, ১৫ অক্টোবর।বইমেলায় দেশের ১৫ টি অভিজাত প্রকাশনি সংস্থা অংশ নিয়েছে।

আজ বৃহস্পতিবার বাদ যোহর এ বই মেলার উদ্বোধন হয়। পবিত্র সিরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে তিন দিন ব্যাপী এ বইমেলায় অংশ নিয়েছে রাহনুমা প্রকাশনী, হুদহুদ প্রকাশন, রুহামা পাবলিকেশন, সিয়ান পাবলিকেশন, কালান্তর প্রকাশন, সন্দীপন প্রকাশন, বায়ান প্রকাশন, সমকালীন প্রকাশন, মুহাম্মদ পাবলিকেশন, মিরর পাবলিকেশন, চেতনা, প্রকাশনী, আযান প্রকাশনী।

বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলহাজ মুহাম্মাদ ইমাদুদ্দিন নোমান, মুতাওয়াল্লি, শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা ও মসজিদ-ই নূর, মাওলানা জামিল আহমদ, লেখক মুহাদ্দিস, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, মুফতি এনায়েত কবীর, মুফতি নুরুল আলম ইসহাকী প্রমুখ।

এর আগে বইমেলা সম্পর্কে রাহনুমা প্রকাশনীর সত্বাধিকারী মাহমুদুল হাসান বলেন, বই জাতির বিবেক এবং সম্পদ। সহজে ইসলামী বইগুলো মানুষের কাছে পৌঁছে দিতে এমন আয়োজন খুবই প্রয়োজনীয়। আশা করছি, বইপ্রেমী মানুষজন এবং এলাকাবাসী উৎসব মুখর পরিবেশে এই আয়োজন পালন করবে।

যেমন দায়িত্ব তেমনিভাবে দেশের সচেতন নাগরিকদেরও। এটি তথ্যপ্রযুক্তির ভারে যখন বিশ্ব কাঁপছে, তেমনিভাবে বইকে বাঁচিয়ে রাখতে হবে আত্মার জন্য। দার্শনিক সিসোরে খ্রিষ্টপূর্ব ১০৬ বছর পূর্বে বলেছেন, বই ছাড়া একটি ঘর আত্মা ছাড়া একটি দেহের মতো। আত্মাকে বাঁচানোর জন্য বইয়ের ভূমিকা অপরিসীম।

শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় জীবন-পদ্ধতি ও শিক্ষা দেখতে দেখতেই মানবজাতির রূপ বদলে গিয়েছে। আজও প্রয়োজন সেই সীরাতে নববীর বাণীকে ব্যাপকভাবে প্রচার করা। কারণ বর্তমান সমস্যার সমাধান একমাত্র সীরাতে নববীর মধ্যেই রয়েছে। সীরাতের মাসে চমৎকার এই বইমেলা চৌধুরীপাড়া ও আশপাশের এলাকায় বাড়তি আমেজ তৈরি করবে ইনশাআল্লাহ।

এদিকে যোহরের পর থেকে শেখ জনুরুদ্দীন রহ. মসজিদে নূরে শুরু হয় পবিত্র সিরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা-২০২২। এতে রাজধানী ঢাকার বিভিন্ন মাদরাসার দুই শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করেছে। আগামীকাল জুমা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদানের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হবে।

বিজয়ীদের পুরস্কার সমূহ:
১ম পুরস্কার: ১৫ হাজার টাকা ও মেডেল।
২য় পুরস্কার: ১০ হাজার টাকা ও মেডেল।
৩য় পুরস্কার: ৮ হাজার টাকা ও মেডেল।
৪র্থ থেকে ১০ পুরস্কার: ১৫০০ টাকা ও মেডেল।
এছাড়াও থাকবে সমমূল্যের বই ও সার্টিফিকেট।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ