শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতের বিদ্যুৎ বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ জয়পুরহাটে ১৫৫ মণ সরকারি চাল সহ আটক দুই তাপপ্রবাহ নিয়ে নতুন সংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর

১৬০টি দেশের মেধাবীদের শিক্ষা ভিসা দেবে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদেশি শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য শিক্ষা ভিসা চালু করছে সৌদি আরব। শিক্ষার মান বৃদ্ধিতে উচ্চতর গবেষণা খাতে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি দুই ধরনের ভিসা দেওয়া হবে।

আন্তর্জাতিক অঙ্গনে দেশটিকে শিক্ষার মূল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে মেধাবীদের জন্য এ ভিসায় থাকবে বিভিন্ন সুযোগ-সুবিধা। সৌদি মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরব নিউজের খবরে এসব তথ্য জানা যায়। সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে বলা হয়, স্বল্পমেয়াদি শিক্ষা ভিসার মেয়াদ এক বছর এবং দীর্ঘমেয়াদি ভিসার মেয়াদ এক বছরের বেশি সময়ের জন্য হবে।

১৬০ দেশ থেকে উচ্চতর স্তরে ছেলে-মেয়ে শিক্ষার্থী শিক্ষক, গবেষক ও একাডেমিকদের জন্য থাকবে। এর মাধ্যমে ৯ ভাষায় ডাটা নিবন্ধনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি সহজ করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব ভিসাধারীদের জন্য থাকছে না উকিল বা স্পন্সরের আবশ্যিকতা। সৌদি শিক্ষাপ্রতিষ্ঠানের মান আন্তর্জাতিক পর্যায়ের করতে এবং মধ্যপন্থা প্রসারের পাশাপাশি আরবি ভাষা শিক্ষাদানের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

শুরা কাউন্সিলের সদস্য ড. সুলতানা আল-বাদায়ি বলেন, ‘শিক্ষা ভিসা সৌদির অসংখ্য অর্জনের মধ্যে একটি। এর মাধ্যমে অর্জিত হবে সৌদি ভিশন ২০৩০-এর অন্যতম লক্ষ্যমাত্রা। সবার জন্য সব সময় উন্মুক্ত হবে সৌদি আরব। শিক্ষা, ভ্রমণ, কাজ বা ধর্মীয় কার্যক্রম পালন সহজতর হবে। বিশ্বের যেকোনো শিক্ষার্থী শিক্ষা ভিসার শর্ত পূরণ করে আবেদন করতে পারবে। ’

তিনি আরো বলেন, শিক্ষার জন্য আমাদের স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসা থাকবে। এর মাধ্যমে বিভিন্ন একাডেমিক গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ, শিক্ষাদান, অধ্যয়ন ও নানা বিষয়ে কাজের সুযোগ থাকবে। এর মাধ্যমে সৌদি আরবের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আমি নিশ্চিত, ভবিষ্যতে বিভিন্ন দেশ থেকে শিক্ষা ভিসার জন্য প্রচুর আবেদন আসবে। তা সৌদির বৈশ্বিক মর্যাদা ও অর্থনীতিতে প্রতিফলিত হবে। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ