মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

তেঁতুলিয়ায় রেকর্ড ১৫০ মিলিমিটার বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সারারাত ভারী বর্ষণ হয়েছে। একই সাথে বজ্রপাতও। তবে বজ্রপাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় রেকর্ড ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাসসহ আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে।

উপজেলা সদরের আব্দুল হামিদ, একরামুল হক, আব্দুল করিম ও আলাউদ্দিন বলেন, রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। এবারের বর্ষায় এ রকম বৃষ্টি আজই প্রথম। সেইসঙ্গে খুব বজ্রপাত হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রংপুর বিভাগসহ বেশ কয়েকটি বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তার সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বা ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ