শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

আমিরাতে সুইচ টিপলেই রুটি পাবেন দুস্থরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মোহাম্মদ বিন রশিদ গ্লোবাল সেন্টার ফর এনডাউমেন্ট কনসালটেন্সি (এমবিআরজিসিইসি) সুবিধাবঞ্চিত পরিবার ও শ্রমিকদের জন্য বিনা মূল্যে খাবার দিতে ‘সবার জন্য রুটি’ কর্মসূচি চালু করেছে।

এ প্রকল্পের আওতায় স্থাপিত স্মার্ট মেশিন থেকে দিনের বিভিন্ন সময়ে অনাহারী মানুষ খাবার সংগ্রহ করতে পারবে। খবর গালফ নিউজের।

গালফ নিউজে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম করোনা মহামারির শুরুর দিকে বলেছিলেন, ‘আরব আমিরাতে কেউ ক্ষুধা বা অভাব নিয়ে ঘুমাতে যাবে না।’ সে লক্ষ্য পূরণে প্রকল্পটি চালু হয়েছে।

নতুন এ উদ্যোগের আওতায় বিভিন্ন জায়গায় স্থাপিত স্মার্ট মেশিনগুলোর মাধ্যমে অভাবে থাকা মানুষ টাটকা রুটি পাবেন। মেশিনগুলো ব্যবহারের পদ্ধতি সহজ।

যার খাবার লাগবে, তিনি মেশিনে থাকা ‘অর্ডার’ বাটনে চাপ দেবেন। কিছুক্ষণ অপেক্ষার পর রুটিটি প্রস্তুত হতে শুরু করবে। এরপর তা মেশিন থেকে বের হয়ে আসবে। এ জন্য তাদের কোনো অর্থ খরচ করতে হবে না।

‘সবার জন্য রুটি’ প্রকল্পটির আওতায় স্মার্ট মেশিন স্থাপনে সহযোগিতা করছে আসওয়াক। দুবাইয়ের আল মিজহার, আল ওয়ারকা, মিরডিফ, নাদ আলেশবা, নাদ আল হামার, আল কুজ ও আল বাদা এলাকার সুপারমার্কেটগুলোয় এসব স্মার্ট মেশিন স্থাপন করা হয়েছে।

এমবিআরজিসিইসির পরিচালক জয়নাব জুমা আল তামিমি বলেন, ‘দান করার উদ্ভাবনী এ ধরন আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। উন্নত ভবিষ্যৎ গড়তে এবং মানুষকে সুখী রাখতে আমরা সমাধান বের করতে চাই।’ ‘সবার জন্য রুটি’ নামের এ উদ্যোগ চালাতে আর্থিক সহযোগিতার জন্য সমাজের বিত্তবান মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ