মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :
তারাবি নিয়ে ১০ হাফেজর অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার লালমাটিয়ায় দুই তরুণীকে সিগারেট খেতে না করা সেই রিংকুকে গ্রেফতার ‘অপরাধের সাম্প্রতিক ব্যাপকতার পেছনে পরাজিত শক্তির রাজনীতি ক্রিয়াশীল' একদিনে ২৯ হাজার কুরআনের কপি বিতরণ সৌদি আরবের ‘দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’ নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মাদরাসাগুলোয় আর্থিক অনুদান: মুহতামিম সম্মেলন চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী: সিলেট বিভাগের বন্যায় ক্ষতিগ্রস্ত মাদরাসাসমূহে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে মুহতামিম সম্মেলন চলছে। আর্থিক অনুদান দিচ্ছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)।

রোববার সকাল ১০টা থেকে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের মসজিদে সম্মেলন শুরু হয়।

জানা যায়, মোট সাড়ে ৫শ’ ক্ষতিগ্রস্ত মাদরাসায় আর্থিক অনুদান দেয়া হবে। ক্ষতি বিবেচনা করে মাদরাসা প্রতি সর্বনিম্ন ১৫ হাজার, সর্বোচ্চ ১ লাখ টাকা দেয়া হবে। মোট ১ কোটি ৬০ লক্ষ টাকা দিবে বেফাক।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন- আলহাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান, বেফাকের ভারপ্রাপ্ত সিনিয়র সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান।

উপস্থিত হয়েছেন, বেফাক সহসভাপতি মাওলানা আব্দুল হামিদ (পীরসাহেব মধুপুর), মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ, মুফতি মনসুরুল হক, মাওলানা মুসলেহ উদ্দীন, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বেফাকের যুগ্ম মহাসচিব মুফতি নুরুল আমীন, হাফিজ আব্দুল গফফার রায়পুরী, নেয়ামত উল্লাহ ফরিদি , মাওলানা আব্দুল খালিক।

সম্মেলনে মাওলানা মাহফুজুল হক বলেন, বেফাক যে অনুদান দিচ্ছে, এটা অনেক কিছু করে ফেলছে, কথাটা এমন না। মূলত বেফাক নিজের দায়িত্ব পালন করছে।

মুহতামিমগণের উদ্দেশ্যে বিনিত সুরে তিনি বলেন, আমরা অনেকেই বুঝে না বুঝে, বা সামান্য দুনিয়ার জন্য এমন পথে আগাচ্ছি, যা আসলে আমাদের আকাবিরদের কাজের খেলাফ, আমরা সেদিকে খেয়াল রাখবো।

মুফতি ফয়জুল্লাহ বলেন- আমরা শুধু বাহিরের শত্রু দিয়ে আক্রান্ত হই না, ঘরের শত্রু আমাদের বেশ ক্ষতিগ্রস্ত করে। আমাদের সচেতন হতে হবে। তাছাড়া সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে সকলের কৃতজ্ঞতা জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ