আওয়ার ইসলাম ডেস্ক: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মহানবী হযরত মোহাম্মদকে সা. নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় মেহেদী হাসান ফরিদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
মেহেদী হাসানকে ঢাকার বাসাবো এলাকা থেকে আটক করা হয় বলে আজ রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান সংবাদ সম্মেলনে এতথ্য জানান।
তিনি বলেন, আটক ব্যক্তি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘চাচাতো ভাই বোন বিবাহ হলে সম্পর্কে অসঙ্গতি -চাচা হবে শ্বশুর, বাবা হবে চাচা শ্বশুর, ভাই-বোনেরা হবে শালা শালী, নিজের ভাই-বোনেরাও তাই। এভাবে মামাত, ফুফাত খালাত ভাই-বোনের বিয়ে হলে সম্পর্ক একইরকম ! হিসাব মিলে কই?’
আশিকুর রহমান জানান, সেই ফেসবুক পোস্টে মেহেদী হাসান তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক মন্তব্য করেন। হযরত মোহাম্মদকে সা. নিয়ে এরূপ অশালীন মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া হরিণাকুণ্ডু ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাও. তৈয়বুর রহমান এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।
এসপি বলেন, ‘বিষয়টি দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অনুসন্ধানের মাধ্যমে তার অবস্থান দ্রুত শনাক্ত করে কাউন্টার টেরোরিজম ইউনিট ডিএমপির মাধ্যমে শনিবার বিকাল ৫টায় ঢাকার বাসাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেহেদী হাসান ফরিদ হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের মৃত ইউসুফ মন্ডলের ছেলে।তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।
-এসআর